তেজস্বী যাদব। —ফাইল চিত্র।
নজরে মহিলা ভোট। প্রথম দফার ভোটের দু’দিন আগে বিহারের মা-বোনেদের জন্য নতুন প্রকল্পের ঘোষণা করলেন আরজেডি নেতা তথা বিরোধী জোট ‘মহাগঠবন্ধন’-এর মুখ্যমন্ত্রী মুখ তেজস্বী যাদব। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে লালুপ্রসাদ যাদবের পুত্র তেজস্বী জানান, তাঁরা ক্ষমতায় এলে মহিলাদের বছরে ৩০ হাজার টাকার আর্থিক সহায়তা দেবেন। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘মই বহিন যোজনা’। তেজস্বীর ঘোষণা, আগামী বছর মকরসংক্রান্তির দিন (১৪ জানুয়ারি) ওই আর্থিক সাহায্য উপভোক্তাদের কাছে পৌঁছে যাবে।
মহিলা ভোটকে পাখির চোখ করে ইতিমধ্যেই ‘মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা’ চালু করেছে নীতীশ কুমারের নেতৃত্বাধীন বিহারের এনডিএ সরকার। এই প্রকল্পে রাজ্যের ১ কোটি মহিলাকে নিজেদের ব্যবসা শুরুর জন্য অর্থসাহায্য করা হয়। ইতিমধ্যেই এই প্রকল্পে ১০ হাজার টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে।
মঙ্গলবার তেজস্বী এ-ও জানিয়েছেন যে, তাঁর নেতৃত্বাধীন জোট ক্ষমতায় এলে ধানচাষিদের কুইন্টাল পিছু ধানের জন্য ৩০০ টাকা এবং গমচাষিদের কুইন্টাল পিছু গমের জন্য ৪০০ টাকা ন্যায্য সহায়ক মূল্য (এমএসপি) দেওয়া হবে।
আগামী বৃহস্পতিবার বিহারে প্রথম দফার নির্বাচন। দ্বিতীয় দফার নির্বাচন হবে আগামী মঙ্গলবার (১১ নভেম্বর)। ভোটগণনা এবং ফলপ্রকাশ হবে ১৪ নভেম্বর। রাজ্যের ২৪৩টি বিধানসভা কেন্দ্রে লড়াই মূলত এনডিএ এবং আরজেডি-কংগ্রেস-বামেদের জোট মহাগঠবন্ধনের মধ্যে। লড়াইয়ে আছে প্রাক্তন ভোটকুশলী প্রশান্ত কিশোর (পিকে)-এর জন সুরাজ পার্টিও। ভোটের পাটিগণিত বলছে, গত প্রায় দু’দশক ধরেই বিহারের মহিলা ভোট মূলত নীতীশের দল জেডিইউ-র সঙ্গে রয়েছে। সেই ভোট ধরে রাখতে বার বার আরজেডি আমলের ‘জঙ্গলরাজ’-এর প্রসঙ্গ তুলছেন এনডিএ-র নেতারা। এ বার মহিলা ভোট নিজেদের অনুকূলে আনতে আর্থিক সাহায্যের ঘোষণা করে দিলেন তেজস্বী।