(বাঁ দিকে) নরেন্দ্র মোদী। রেবন্ত রেড্ডি (ডান দিকে)। —ফাইল চিত্র।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাতিগত পরিচয় সম্পর্কে এ বার প্রশ্ন তুললেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেড্ডি। তাঁর দাবি, মোদী জন্মগত ভাবে অনগ্রসর শ্রেণিভুক্ত (ওবিসি) মানুষ নন। আইন বদলের ফলে সেই তকমা পেয়েছেন তিনি।
মোদী আদতে উচ্চবর্ণের প্রতিনিধি হওয়ায় তাঁর মানসিকতাও ‘অনগ্রসর বিরোধী’ বলে অভিযোগ করেন কংগ্রেস নেতা রেবন্ত। বলেন, ‘‘উনি (মোদী) গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন ২০০১ সালে নিজের জাতিকে ‘অনগ্রসর’ মর্যাদা দিয়েছিলেন।’’ রেবন্তের ওই মন্তব্যের পরেই সরব হয়েছেন তেলঙ্গানার বিজেপি নেতৃত্ব। সে রাজ্যের বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী বান্দি সঞ্জয় কুমারের মন্তব্য, ‘‘রেবন্ত আগে বলুন, তাঁর দলের নেতা রাহুল গান্ধীর জাত এবং ধর্ম কী!’’
প্রসঙ্গত, লোকসভা ভোটের আগে মোদীর বিরুদ্ধে একই অভিযোগ তুলেছিলেন কংগ্রেস নেতা রাহুলও। তিনি বলেছিলেন, ‘‘মোদী ওবিসি জাতিভুক্ত কোনও পরিবারে জন্মগ্রহণ করেননি। গুজরাতের সাধারণ শ্রেণিভুক্ত ‘তেলি’ পরিবারে তাঁর জন্ম হয়েছিল। গুজরাতের বিজেপি সরকার ওই জনগোষ্ঠীকে ‘ওবিসি’ তকমা দিয়েছিল।’’ রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ জানাচ্ছেন, রাহুল বা রেবন্তের দেওয়া তথ্যে ভুল নেই। মোদী যে ‘মোধ ঘাঞ্চি তেলি’ জাতিভুক্ত, তারা বিজেপির জমানাতেই গুজরাতে ওবিসি তকমা পেয়েছিল।