শ্রীনগরে আতঙ্ক

পাম্পোরে জঙ্গি দমন অভিযান শেষ হওয়ার এক দিন পরেই আতঙ্ক ছড়াল শ্রীনগরে। বৃহস্পতিবার শ্রীনগরের বাণিজ্যিক এলাকা লাল চক ও সংলগ্ন অন্য এলাকায় ঘিরে ফেলে নিরাপত্তাবাহিনী।

Advertisement
শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০১৬ ০৩:২৭
Share:

সুনসান শ্রীনগরের লালচক। পাম্পোরে জঙ্গি হানার পরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। বৃহস্পতিবার। ছবি: পিটিআই।

পাম্পোরে জঙ্গি দমন অভিযান শেষ হওয়ার এক দিন পরেই আতঙ্ক ছড়াল শ্রীনগরে। বৃহস্পতিবার শ্রীনগরের বাণিজ্যিক এলাকা লাল চক ও সংলগ্ন অন্য এলাকায় ঘিরে ফেলে নিরাপত্তাবাহিনী। ওই এলাকায় উপস্থিত মানুষকে সারি বেঁধে দাঁড় করিয়ে তল্লাশি করা হয়। তল্লাশি চলে দাঁড় করিয়ে রাখা গাড়িগুলিতেও। স্থানীয়দের মতে, ১৯৯০-এর দশকে জঙ্গি সন্ত্রাসের চরম পর্যায়ে এমন তল্লাশি করত বাহিনী। পুলিশ সূত্রে খবর, জঙ্গিদের এক বড় দল শ্রীনগরে ঢুকে পড়েছে বলে খবর পেয়েছেন গোয়েন্দারা। তাই অভিযান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement