General Upendra Dwivedi

সন্ত্রাসবাদ বরদাস্ত নয়, রেয়াত করা হবে না মদতকারীদেরও! নাম না করে পাকিস্তানকে ফের হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের

ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর কথায় ভারত এবং চিনের সম্পর্কের উন্নতির প্রসঙ্গও উঠে এসেছে। গত এক বছরে দু’দেশ আলাপ-আলোচনার মাধ্যমে সম্পর্কের শীতলতা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে বলেও মন্তব্য করেছেন সেনাপ্রধান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২৫ ১৫:১৩
Share:

ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। —ফাইল চিত্র।

যত ক্ষণ শান্তি বজায় থাকছে, তত ক্ষণ চুপ। শান্তি ভঙ্গের চেষ্টা করলেই পাল্টা জবাব দেওয়া হবে। সন্ত্রাসবাদ এবং সীমান্ত সন্ত্রাস নিয়ে নাম না করে আবার পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। পাশাপাশি, তাঁর কথায় ভারত এবং চিনের সম্পর্কের উন্নতির প্রসঙ্গও উঠে এসেছে। গত এক বছরে দু’দেশ আলাপ-আলোচনার মাধ্যমে সম্পর্কের শীতলতা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে বলেও মন্তব্য করেছেন সেনাপ্রধান।

Advertisement

তবে তাঁর বক্তব্যের বেশির ভাগটাই জুড়ে ছিল সন্ত্রাসবাদ, সীমান্ত সন্ত্রাস এবং পাকিস্তান। সীমান্ত সন্ত্রাস নিয়ে সেনা প্রধান দাবি করেছেন, সীমান্তে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করলে ভারত চুপ করে বসে থাকবে না। তবে সীমান্ত সন্ত্রাস এবং ভারতের মাটিতে জঙ্গি কার্যকলাপ কী ভাবে প্রশমিত করবে, প্রতিবেশী দেশের কাছে এটাই এখন বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন সেনাপ্রধান।

তাঁর কথায়, ‘‘আমরা বার বারই বলেছি, আলোচনা এবং সন্ত্রাস দু’টি সমান্তরাল ভাবে চলতে পারে না। রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না। আমরা সব সময়েই শান্তির পথে হেঁটেছি। কিন্তু কেউ যদি সেই শান্তি বিঘ্নিত করার বার বার চেষ্টা করে, তা হলে তার উপযুক্ত জবাব দিতে আমরা পিছ পা হব না।’’ একই সঙ্গে সেনাপ্রধান পরোক্ষে পাকিস্তানকে এটাও স্মরণ করিয়ে দিতে চেয়েছেন যে, ভারত কোনও ব্ল্যাকমেলিংয়ের ধার ধারে না। পরমাণুর হুঁশিয়ারি দিয়ে ভারতকে দমিয়ে রাখব, এটা যদি কেউ মনে করেন, তা হলে সেই ভ্রান্ত ধারণা থেকে সরে আসা উচিত বলেও হুঁশিয়ারি দিয়েছেন সেনাপ্রধান দ্বিবেদী। তাঁর কথায় জম্মু-কাশ্মীরের প্রসঙ্গও উঠে এসেছে। অনুচ্ছেদ ৩৭০ বাতিল হওয়ার পর থেকে কী ভাবে জম্মু-কাশ্মীরের পরিস্থিতির উন্নতি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement