National news

ফের উরির ছকে হামলা, খতম তিন জঙ্গি, মিলল পাক ছাপ মারা সামগ্রী

আশঙ্কাই কি সত্যি হল? সত্যিই কি ভারতে ঢুকে পড়েছে একদল পাকিস্তানি জঙ্গি? দুশ্চিন্তা উস্কে দিল উরি-বারামুলার ধাঁচে আরও এক জঙ্গি হামলা! সেই কাশ্মীরেই, লানগেট সেনা ছাইনিতে এই হামলা অবশ্য ব্যর্থ হয়েছে বাহিনীর তৎপরতায়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০১৬ ১৬:২৭
Share:

—ফাইল চিত্র।

আশঙ্কাই কি সত্যি হল? সত্যিই কি ভারতে ঢুকে পড়েছে একদল পাকিস্তানি জঙ্গি? দুশ্চিন্তা উস্কে দিল উরি-বারামুলার ধাঁচে আরও এক জঙ্গি হামলা! সেই কাশ্মীরেই, লানগেট সেনা ছাইনিতে এই হামলা অবশ্য ব্যর্থ হয়েছে বাহিনীর তৎপরতায়।

Advertisement

বৃহস্পতিবার ভোর ৫টা নাগাদ উত্তর কাশ্মীরে হানদোয়ারার লানগেটে ভারতীয় সেনার ৩০ রাষ্ট্রীয় রাইফেল ক্যাম্পে অতর্কিতে হামলা চালায় কয়েক জন জঙ্গি। ঠিক এই কায়দাতেই উরির সেনা ছাউনিতে হামলা চালিয়েছিল জঙ্গিরা। সেনা-জঙ্গির মধ্যে কয়েক ঘণ্টার এই গুলির লড়াইয়ে তিন জঙ্গির মৃত্যু হয়। সেনাদের কেউ হতাহত হননি। নিহত জঙ্গিদের কাছ থেকে তিনটে একে ৪৭ রাইফেল, গ্রেনেড লঞ্চার, জিপিএস, রেডিও, ম্যাপ, মেট্রিক শিট‌্স, খাবার এবং প্রচুর ওষুধপত্র উদ্ধার করা হয়েছে। খাবার এবং ওষুধের প্যাকেটে পাকিস্তানে তৈরি হওয়া সামগ্রীর ছাপ মিলেছে। যা দেখে সেনাবাহিনী মোটামুটি নিশ্চিত, বড়সড় নাশকতাক পরিকল্পনা নিয়ে পাকিস্তান থেকেই এই জঙ্গিরা কাশ্মীরে এসে ঢুকেছিল।

এই ঘটনার এক দিন আগেই ভারতীয় গোয়েন্দারা জানতে পারেন যে, অন্তত শ’খানেক পাকিস্তানি জঙ্গিকে এ দেশে ঢোকাতে উঠে পড়ে লেগেছে পাক সেনা। তার মধ্যে অনেকে আবার ইতিমধ্যে কাশ্মীরে ঢুকেও পড়েছে বলে অনুমান ছিল। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটিকে এই গোয়েন্দা রিপোর্টের কথা জানিয়েছিলেন।

Advertisement

আরও পড়ুন: মদত দিচ্ছে পাক সেনা, এ দেশে অনুপ্রবেশে ও-পারে অপেক্ষায় ১০০ জঙ্গি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement