জঙ্গিদের গুলিতে খুন পিডিপি নেতা

দু’দিন শান্ত থাকার পরে ফের ছাত্র বিক্ষোভে উত্তাল হল শ্রীনগর। রাজনৈতিক কর্মীদের উপরে হামলাও জারি রাখল জঙ্গিরা। পুলওয়ামার পিডিপি নেতা আব্দুল গনি দারকে আজ গুলি করে খুন করেছে এক দল সন্দেহভাজন জঙ্গি। রাতে সেনা-জঙ্গি সংঘর্ষে আহত হন এক স্থানীয় বাসিন্দা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শ্রীনগর শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০১৭ ০৩:৩৭
Share:

এটাই এখন কাশ্মীরের পরিচিত ছবি। ছবি: পিটিআই।

দু’দিন শান্ত থাকার পরে ফের ছাত্র বিক্ষোভে উত্তাল হল শ্রীনগর। রাজনৈতিক কর্মীদের উপরে হামলাও জারি রাখল জঙ্গিরা। পুলওয়ামার পিডিপি নেতা আব্দুল গনি দারকে আজ গুলি করে খুন করেছে এক দল সন্দেহভাজন জঙ্গি। রাতে সেনা-জঙ্গি সংঘর্ষে আহত হন এক স্থানীয় বাসিন্দা।

Advertisement

পুলওয়ামার কলেজে ছাত্র-বাহিনী সংঘর্ষের পরে উপত্যকায় পড়ুয়াদের মধ্যে অসন্তোষ ছড়িয়েছে। বন্ধ রাখা হয়েছিল স্কুল-কলেজ। আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলতেই ফের পথে নামেন শ্রীনগরের এস পি কলেজ, গভর্নমেন্ট কলেজ ফর উইমেন ও এসপি উচ্চ মাধ্যমিক স্কুলের পড়ুয়ারা। পুলিশের দাবি, শ্রীনগরের রিগ্যাল চকে তাদের একটি গাড়ির উপরে লাঠি নিয়ে হামলা করে পড়ুয়াদের একাংশ। পাল্টা কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। শূন্যে গুলিও ছোড়া হয়। বিক্ষোভে ছাত্রীদের উপস্থিতি ছিল প্রচুর। ‘আজাদি’র পক্ষে স্লোগানও দেন তাঁরা। সংঘর্ষে আহত ১২ জন জওয়ান ও ৩ চিত্র সাংবাদিক-সহ ২৪ জন।

আরও পড়ুন: চাষিদের আশীর্বাদ পেতেই অর্থবর্ষে নাড়াচাড়া

Advertisement

অন্য দিকে জঙ্গি হামলায় খুন হয়েছেন পুলওয়ামায় পিডিপি নেতা আব্দুল গনি দার। তাঁকে কালাশনিকভ দিয়ে খুব কাছ থেকে তিন বার গুলি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এক সপ্তাহের মধ্যে এ নিয়ে দ্বিতীয় বার দক্ষিণ কাশ্মীরে রাজনৈতিক কর্মীদের উপরে আঘাত হানল জঙ্গিরা। ১৭ এপ্রিল সোপিয়ানে ন্যাশনাল কনফারেন্স নেতা ও প্রাক্তন সরকারি কৌঁসুলি ইমতিয়াজ আহমেদ খানকে বাড়িতে ঢুকে খুন করেছিল জঙ্গিরা।

রাতে সোপিয়ানে সেনার একটি টহলদারি দলের উপরে হামলা চালায় জঙ্গিরা। সেনারা জবাব দিলে হামলাকারীরা পালায়। দু’পক্ষের গুলিবর্ষণের মধ্যে পড়ে আহত হন সাবির আহমেদ টেলি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন