National News

বুরহানের মৃত্যুবার্ষিকীতে কড়া সতর্কতার মধ্যেই সেনা কনভয়ে জঙ্গি হামলা

পুলিশ জানিয়েছে, বান্দিপোরায় এ দিন সকালে সেনার রোড ওপেনিং পার্টির একটি কনভয় যাচ্ছিল। সে সময় জঙ্গিরা লুকিয়ে হামলা চালায় কনভয়ের উপর। জওয়ানরা পাল্টা জবাব দিলে পালিয়ে যায় জঙ্গিরা। তাদের খোঁজে এলাকায় তল্লাশি অভিযান শুরু করে সেনা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৭ ১২:১৪
Share:

জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চলছে। ছবি: পিটিআই।

আজকের দিনেই এক বছর আগে হিজবুল কম্যান্ডার বুরহান ওয়ানিকে খতম করেছিল সেনা। বুরহানের মৃত্যুর বর্ষপূর্তিতেই উত্তর কাশ্মীরের বান্দিপোরায় জওয়ানদের কনভয়ের উপর লুকিয়ে হামলা চালাল জঙ্গিরা। শনিবার সকালের এই ঘটনায় আহত হয়েছেন তিন সেনা-জওয়ান।

Advertisement

পুলিশ জানিয়েছে, বান্দিপোরায় এ দিন সকালে সেনার রোড ওপেনিং পার্টির একটি কনভয় যাচ্ছিল। সে সময় জঙ্গিরা লুকিয়ে হামলা চালায় কনভয়ের উপর। জওয়ানরা পাল্টা জবাব দিলে পালিয়ে যায় জঙ্গিরা। তাদের খোঁজে এলাকায় তল্লাশি অভিযান শুরু করে সেনা।

বুরহান ওয়ানির মৃত্যুর বর্ষপূর্তিতে ফের উত্তপ্ত হয়ে উঠতে পারে কাশ্মীর, এই আশঙ্কায় আগে থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। কাশ্মীরের উত্তেজনাপ্রবণ এলাকাগুলিতে আগে থেকেই কার্ফু জারি করা হয়। এক প্রত্যক্ষদর্শী জানান, শুক্রবার থেকেই বুরহানের বাড়ি ত্রালেও লোকজনের যাতায়াতের উপর নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। নিহত হিজবুল কম্যান্ডারকে ঘিরে কোনও অনুষ্ঠানে যেন না হয়, তা নিশ্চিত করতে জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই এমন পদক্ষেপ করা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। আগেভাগেই গৃহবন্দি করা হয়েছে একাধিক বিচ্ছিন্নতাবাদী নেতাকে।

Advertisement

আরও পড়ুন: জঙ্গি দমনে সাফল্য মিলেছে বেশি, চলতি বছরে কমেছে অনুপ্রবেশও

অশান্তির আশঙ্কায় কাশ্মীর বিশ্ববিদ্যালয় এ দিনের সমস্ত পরীক্ষা বাতিল করে দিয়েছে। রেল সূত্রে জানানো হয়েছে, জম্মুর বারামুলা ও বানিহালের মধ্যে ট্রেন পরিষেবাও বন্ধ রাখা হবে।


রাস্তায় তল্লাশি চালানো হচ্ছে। ছবি: এএফপি।

অন্য দিকে, জম্মু-কাশ্মীরের পুঞ্চে সীমান্তরেখা বরাবর পাক সেনার গোলাবর্ষণে এক দম্পতির মৃত্যু হয়। আহত হয়েছে তাঁদের দুই সন্তান।

৮ জুলাই, ২০১৬। এক ধাক্কায় কাশ্মীরের আপাত শান্তির ছবিটা বদলে গিয়েছিল এক বছর আগে। উপত্যকার মোস্ট ওয়ান্টেড হিজবুল কম্যান্ডার বুরহানকে কোকেরনাগের বিমদুরা এলাকায় তার দুই সঙ্গীর সঙ্গেই খতম করেছিল ভারতীয় সেনাবাহিনী। উপত্যকায় সন্ত্রাস ছড়ানো থেকে শুরু করে জওয়ানদের কনভয়ে হামলার মতো বহু অভিযোগ ছিল তার বিরুদ্ধে। বাইশ বছরের এই জঙ্গি নেতার মাথার দাম ছিল দশ লক্ষ টাকা। বুরহানের মৃত্যুর পর থেকে অগ্নিগর্ভ হয়ে ওঠে কাশ্মীর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন