UC Web Browser

চিনে তথ্য পাচার! কেন্দ্রের নজরে ইউসি ব্রাউজার

চিনা সংস্থা ‘আলিবাবা’ নিয়ন্ত্রিত এই সার্চ ইঞ্জিনটি ভারতে অত্যন্ত জনপ্রিয়। ইউজার সংখ্যায় গুগল ক্রোমের পরেই মোবাইল ব্রাউজার হিসাবে ইউসি ব্রাউজার সবচেয়ে জনপ্রিয়। বর্তমানে ভারতে মোটামুটি ৫০ শতাংশ মোবাইল ব্রাউজারের বাজার ধরে রেখেছে এই সংস্থা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০১৭ ১১:৪০
Share:

নজরে এ বার ইউসি ব্রাউজার।

আপনি কি ইন্টারনেটে তথ্য খোঁজার জন্য ইউসি ব্রাউজারের উপর নির্ভর করেন?

Advertisement

তা হলে কিন্তু সাবধান! মোবাইলে ইউসি ব্রাউজার ব্যবহার করার আগে দু’বার ভেবে নিন। কারণ, এর মাধ্যমে যে কোনও মুহূর্তে আপনার অতি গোপন-গুরুত্বপূর্ণ তথ্য পাচার হয়ে যেতে পারে। আর সে সব চলে যেতে পারে চিনে।

আরও পড়ুন: আগামী মাসেই বাজারে আসছে আইফোন ৮, জেনে নিন এর ফিচারগুলি

Advertisement

সম্প্রতি ‘বিজনেস স্ট্যান্ডার্ড’-এর এক প্রতিবেদনে এমনই আশঙ্কার কথা বলা হয়েছে। প্রতিবেদনটিতে লেখা হয়েছে, হায়দরাবাদের একটি সরকারি ল্যাবরেটরিতে ধরা পড়েছে কী ভাবে ইউসি ব্রাউজারের মাধ্যমে তথ্য পাচার হচ্ছে। এই খবর প্রকাশ্যে আসার পরই নড়েচড়ে বসেছে কেন্দ্র। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্তে দোষ প্রমাণ হলে দ্রুত নিষিদ্ধ করে দেওয়া হবে ওই ব্রাউজার।

চিনা সংস্থা ‘আলিবাবা’ নিয়ন্ত্রিত এই সার্চ ইঞ্জিনটি ভারতে অত্যন্ত জনপ্রিয়। ইউজার সংখ্যায় গুগল ক্রোমের পরেই মোবাইল ব্রাউজার হিসাবে ইউসি ব্রাউজার সবচেয়ে জনপ্রিয়। বর্তমানে ভারতে মোটামুটি ৫০ শতাংশ মোবাইল ব্রাউজারের বাজার ধরে রেখেছে এই সংস্থা।

আরও পড়ুন: কেন আপনার ফোনে আপডেট করা যাবে না অ্যান্ড্রয়েডের নতুন ভার্সন, দেখে নিন

দিন কয়েক আগেই সমস্ত চিনা স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থার কাছে তাদের নিরাপত্তা বিষয়ক প্রযুক্তির যাবতীয় তথ্য চেয়ে নোটিস পাঠিয়েছিল কেন্দ্র। ভিভো, ওপ্পো, শাওমি এবং জিওনি-র মতো চিনা সংস্থাগুলির ফোনের মাধ্যমে গোপন তথ্য চিনে চলে যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছিল কেন্দ্র। এ বার সেই তালিকায় যুক্ত হল ইউসি ব্রাউজারের নাম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement