NRC

শঙ্কা বুকে নিয়েই সুযোগ হাতড়াচ্ছেন অসমের ৪০ লক্ষ মানুষ

নতুন তালিকায় কোনওভাবেই ৪০ লক্ষ মানুষের জায়গা হবে না, এটা নিশ্চিত। তাই শঙ্কা থাকছেই।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ জুলাই ২০১৮ ১১:৫৪
Share:

মোরিগাঁওতে নাগরিক পঞ্জি সেবাকেন্দ্রের বাইরে অপেক্ষা। ছবি- রয়টার্স।

আবেদন করেও নাগরিক পঞ্জি-র তালিকায় নাম ওঠেনি অসমের ৪০ লক্ষ মানুষের। দু’দফায় এই তালিকা প্রকাশ করা হয়েছে। প্রথমটি এই বছরের পয়লা জানুয়ারি। দ্বিতায় তালিকা প্রকাশিত হয় ৩০ জুলাই।

Advertisement

কিন্তু তালিকায় নাম না ওঠা ৪০ লক্ষ মানুষের ভবিষ্যৎ কী, তা নিয়েই তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। আগে জানানো হয়েছিল এই তালিকাই হচ্ছে চূড়ান্ত। তাই উদ্বেগের কারণ আছে।

কিন্তু এখনও কিছু আশার আলো দেখানো হচ্ছে সরকারের তরফে। তাঁদের দাবি, এখনও আছে তালিকায় নাম ওঠানোর কিছু সুযোগ। দেখে নেওয়া যাক, কিভাবে সেই সুযোগ পেতে পারেন তালিকার বাইরে থাকা মানুষেরা।

Advertisement

বিষয়টি নিয়ে জাতীয়স্তরে বিরোধিতার মুখে পড়েছে কেন্দ্র। বিজেপির কড়া সমালোচনা করেছে সমাজবাদী পার্টি, সিপিআই ও তৃণমূল কংগ্রেস। পরিস্থিতি উদ্বেগজনক বুঝে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ-ও জানিয়েছেন এই তালিকা খসড়া মাত্র। তাই বাইরে থাকা মানুষদের আতঙ্কিত হওয়ার কিছু নেই।

স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে কিন্তু চিড়ে ভিজছে না। নতুন তালিকায় কোনওভাবেই ৪০ লক্ষ মানুষের জায়গা হবে না, এটা নিশ্চিত। তাই শঙ্কা থাকছেই।

আরও পড়ুন: স্থায়ী পেনশন, পিএফে হাত ধুয়ে ফেলল ত্রিপুরা

আরও পড়ুন: নাগরিকপঞ্জিতে নাম নেই ৪০ লাখের, অসম জুড়ে হাই অ্যালার্ট

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement