বাড়ি ফিরল নির্যাতিতা

দিল্লিতে নির্যাতনের শিকার হওয়া করিমগঞ্জের আদরকোণা গ্রামের এক তরুণী নিজের বাড়িতে ফিরে এলেন। পুলিশ জানিয়েছে, চার বছর আগে গুয়াহাটির একটি বাড়িতে তিনি পরিচারিকার কাজ পান। সেখান থেকে তাঁকে দিল্লির গুরধামদাস নগরের একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়। কয়েক দিন পরই তাঁর সঙ্গে আদরকোণার বাড়ির লোকেদের যোগাযোগ বন্ধ হয়ে যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মে ২০১৫ ০৩:২১
Share:

দিল্লিতে নির্যাতনের শিকার হওয়া করিমগঞ্জের আদরকোণা গ্রামের এক তরুণী নিজের বাড়িতে ফিরে এলেন। পুলিশ জানিয়েছে, চার বছর আগে গুয়াহাটির একটি বাড়িতে তিনি পরিচারিকার কাজ পান। সেখান থেকে তাঁকে দিল্লির গুরধামদাস নগরের একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়। কয়েক দিন পরই তাঁর সঙ্গে আদরকোণার বাড়ির লোকেদের যোগাযোগ বন্ধ হয়ে যায়। পুলিশ জানিয়েছে, ১৫ দিন আগে দিল্লির একটি স্বেচ্ছাসেবী সংস্থা থেকে ওই তরুণীর বাড়িতে ফোন করা হয়। তাঁকে দিল্লি থেকে ফিরিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ জানানো হয়। তরুণীর পরিবারের তরফ থেকে করিমগঞ্জ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়। আজ তাঁকে করিমগঞ্জে ফিরিয়ে নিয়ে আসা হয়। তরুণীর অভিযোগ, তাঁকে দিল্লিতে প্রচণ্ড অত্যাচার করা হতো। কোনও মতে ওই বাড়ি থেকে পালিয়ে তিনি স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন। গুরুধামদাস থানা অভিযুক্ত তিন জনকে গ্রেফতার করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement