Investment

‘অং‌শীদারিতে লগ্নি করা সম্পত্তির মালিক সংস্থাই’

শীর্ষ আদালত জানিয়েছে, কোনও অংশীদার বা তাঁর উত্তরাধিকারীদের সেই সম্পত্তির উপরে সার্বিক অধিকার থাকবে না।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ মার্চ ২০২৫ ০৯:৩৯
Share:

বিচারপতি সুধাং‌শু ধুলিয়ার বেঞ্চ জানিয়েছে, কেবল লভ্যাংশের উপরে অ‌ংশীদার বা তাঁর উত্তরাধিকারীদের সার্বিক অধিকার রয়েছে। —প্রতীকী চিত্র।

অং‌শীদারির মাধ্যমে পরিচালিত সংস্থায় লগ্নি করা সম্পত্তি বা অর্থ সংস্থার সম্পত্তি হিসেবে গণ্য হবে বলে রায় দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, কোনও অংশীদার বা তাঁর উত্তরাধিকারীদের সেই সম্পত্তির উপরে সার্বিক অধিকার থাকবে না।

বিচারপতি সুধাং‌শু ধুলিয়ার বেঞ্চ জানিয়েছে, কেবল লভ্যাংশের উপরে অ‌ংশীদার বা তাঁর উত্তরাধিকারীদের সার্বিক অধিকার রয়েছে। সংশ্লিষ্ট মামলায় একটি হোটেলের জন্য জমি ও ভবন কিনেছিলেন এক অং‌শীদার। পরে সেই সম্পত্তির মালিকানা চান তাঁর উত্তরাধিকারীরা। অ‌ংশীদারি সংস্থা ও তার অং‌শীদারেরা জমির মালিকানা দাবি করে পাল্টা আবেদন জানান।

নিম্ন আদালত ও হাই কোর্টে হেরে সুপ্রিম কোর্টে আপিল করেন মৃত অংশীদারের উত্তরাধিকারীরা। শীর্ষ কোর্ট হাই কোর্টের রায় মেনে নিয়েছে। কোর্টের মতে, মৃত অং‌শীদার যে হোটেলের জন্যই ওই জমি কিনেছিলেন তা স্পষ্ট। বেঞ্চের মতে, এ ক্ষেত্রে ওই সম্পত্তি সংস্থার হাতে তুলে দেওয়ার জন্যআনুষ্ঠানিক নথিরও প্রয়োজন নেই। সং‌বাদ সংস্থা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন