নজরদারি এখন অনেক কম, দাবি স্বরাষ্ট্র মন্ত্রকের

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এক কর্তা সোমবার দাবি করলেন, নরেন্দ্র মোদীর জমানায় ফোনে ও ই-মেলে নজরদারির ঘটনা অনেক কমেছে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০১৯ ০২:৪৩
Share:

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এক কর্তা সোমবার দাবি করলেন, নরেন্দ্র মোদীর জমানায় ফোনে ও ই-মেলে নজরদারির ঘটনা অনেক কমেছে। এই সূত্রে তথ্যের অধিকার আইনে করা এক প্রশ্নের সরকারের দেওয়া তথ্যের উল্লেখ করেন তিনি। সেটি হল, ২০১৩ সালে এক-এক মাসে ফোনে আড়ি পাতার ৭৫০০ থেকে ৯০০০টি এবং ই-মেল অ্যাকাউন্টে নজরদারির ৩০০ থেকে ৫০০টি নির্দেশ জারি হত।

Advertisement

স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তাটির বক্তব্য, ২০১৪ থেকে এই ক’বছরে ইন্টারনেট ও মোবাইল পরিষেবার বিপুল প্রসার ঘটেছে। মোবাইল সংযোগের সংখ্যা ১০০ কোটি ছাড়িয়ে গিয়েছে দেশে। সে তুলনায় নজরদারি ও আড়ি পাতার ঘটনা ‘তাৎপর্যপূর্ণ ভাবে’ কমেছে। যদিও তার কোনও হিসেব তুলে ধরেননি তিনি। তাঁর দাবি, কোনও সংস্থাকেই নাগরিকদের কম্পিউটার বা বৈদ্যুতিন যন্ত্র থেকে তথ্য নেওয়ার ঢালাও ক্ষমতা দেওয়া হয়নি। ইউপিএ জমানায় ২০০৯ থেকে নজরদারির যে নীতি চালু আছে, তাতে বদল করা হয়নি। তবে সুপ্রিম কোর্টের নোটিস মোতাবেক সরকার তার বক্তব্য আদালতকে জানাবে ছ’সপ্তাহের মধ্যে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন