‘মদ খেয়েছিল গাড়িটা, গাড়িটা চালাচ্ছিল ফুটপাথ...’

‘‘মদ্যপ ছিল এসইউভি গাড়িটা, আর গাড়িটা চালাচ্ছিল ফুটপাথ। এ সব দেখে আশ্রয়হীন লোকগুলো গাড়ির তলায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল। ‘বিয়িং হিউম্যান’ সলমন সেখানে এসে ছিলেন, লোকগুলোকে শেষ শ্রদ্ধা জানাতে।’’ এই মেসেজ এখন হোয়াটস অ্যাপে সুপার হিট।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০১৫ ১৮:১৬
Share:

হিট অ্যান্ড রান কেসে গতকালই সলমনকে বেকসুর খালাস করেছে বম্বে হাইকোর্ট। বি টাউনে প্রায় সবাই আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন। সলমনকে শুভেচ্ছা জানিয়ে টুইটার ভরিয়েছেন অনুপম খের থেকে সুভাষ ঘাই। কিন্তু সোশ্যাল মিডিয়ায় আম জনতার প্রতিক্রিয়াটা কী রকম? ফেসবুক-টুইটারের পাতা বলছে টেক স্যাভি ভারতীয়রা কিন্তু এই রায়ে না-খুশ। ব্যঙ্গ-বিদ্রূপ, কার্টুনে ভরছে সোশ্যাল মিডিয়া। ফেসবুক ওয়াল থেকে হোয়াটস অ্যাপ মেসেজ। সলমনের রায়ই এখন টক অফ দ্য ইন্টারনেট ওয়ার্ল্ড।

Advertisement

ঠিক কীরকম এই বিদ্রূপের চরিত্র?

‘‘মদ্যপ ছিল এসইউভি গাড়িটা, আর গাড়িটা চালাচ্ছিল ফুটপাথ। এ সব দেখে আশ্রয়হীন লোকগুলো গাড়ির তলায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল। ‘বিয়িং হিউম্যান’ সলমন সেখানে এসে ছিলেন, লোকগুলোকে শেষ শ্রদ্ধা জানাতে।’’ এই মেসেজ এখন হোয়াটস অ্যাপে সুপার হিট।

Advertisement

কেউ বলছেন, ‘‘লোকগুলোকে সলমন খুন করেননি, ড্রাইভারও খুন করেননি, তা হলে মারল কে? জন সেনা?।’’ অথবা ‘‘এরপরের জেমস বন্ড সলমন। ‘লাইসেন্স টু কিল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন