India Pakistan Tension

সংঘাতের মাঝে পাকিস্তানের সেনাপ্রধানকে ফোন মার্কিন বিদেশসচিবের! আলোচনার মাধ্যমে সমাধানের আর্জি

পহেলগাঁও হামলা এবং তৎপরবর্তী ঘটনাপ্রবাহে প্রথম থেকেই কূটনীতির পথে হাঁটার বার্তা দিয়ে এসেছে আমেরিকা। মার্কিন বিদেশসচিব আবার পাকিস্তানে ফোন করলেন। এ বার কথা বললেন সেনাপ্রধানের সঙ্গে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ মে ২০২৫ ১০:৩০
Share:

(বাঁ দিকে) মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির (ডান দিকে)। —ফাইল চিত্র।

পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে ফোন করলেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো। আমেরিকার বিদেশ দফতর থেকে একটি বিবৃতি দিয়ে এ কথা জানানো হয়েছে। বলা হয়েছে, শুক্রবার (আমেরিকার স্থানীয় সময়) পাক সেনাপ্রধানের সঙ্গে রুবিয়ো কথা বলেছেন। ভারত এবং পাকিস্তান উভয়পক্ষকেই উত্তেজনা প্রশমনের রাস্তা খোঁজার জন্য অনুরোধ করছে ওয়াশিংটন। তার জন্য প্রয়োজনে আমেরিকা সহায়তা করতেও প্রস্তুত। ভবিষ্যতে এই ধরনের সংঘাত এড়াতেও আলোচনার পথে হাঁটার পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisement

পহেলগাঁও হামলা এবং তৎপরবর্তী ঘটনাপ্রবাহে প্রথম থেকেই কূটনীতির পথে হাঁটার বার্তা দিয়ে এসেছে আমেরিকা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পহেলগাঁও কাণ্ডের পরে সন্ত্রাসবাদী হামলার নিন্দা করেছিলেন। তাঁর ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সও একই বার্তা দেন। রুবিয়ো একাধিক বার কথা বলেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশক দারের সঙ্গে। মার্কিন বিদেশসচিব ভারত এবং পাকিস্তানে তাঁর পরিপূরক পদাধিকারী জয়শঙ্কর বা দারের সঙ্গে কথা বলবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু শুক্রবার তিনি পাকিস্তানের বিদেশমন্ত্রীকে ফোন না-করে সরাসরি সেনাপ্রধানকে ফোন করেছেন। যা কিছুটা অস্বাভাবিক বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।

ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর পাল্টা শনিবার সকালে ‘অপারেশন বুনিয়ান-আন-মাসুর’ ঘোষণা করেছে পাকিস্তান। দাবি, এই অভিযানের অধীনে ভারতে একাধিক হামলা চালানো হয়েছে। ভারতের বিদ্যুৎঘাঁটিতে সাইবার হানার দাবিও করছে পাকিস্তান। ভারত সরকারের তরফে এখনও এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। তবে শনিবার কাকভোর থেকে ‘হেভি শেলিং’ চলছে জম্মু ও কাশ্মীরের বিস্তীর্ণ অংশে। জম্মুর শম্ভু মন্দিরে পাক গোলা এসে পড়েছে। পাকিস্তানের হামলায় মৃত্যু হয়েছে রাজৌরির উচ্চপদস্থ সরকারি আধিকারিক-সহ তিন জনের। পাক সংবাদমাধ্যমের দাবি, ভারত হামলা চালিয়েছে পাকিস্তানে। তিনটি পাকিস্তানি এয়ারবেসে ভারতের মিসাইল পড়েছে। তার মধ্যে রয়েছে রাওয়ালপিন্ডির নুর খান, সিন্ধ প্রদেশের সুক্কুর, চাকওয়ালের মুরিদ এয়ারবেস। দুই দেশের সম্পর্কের অবনতির মাঝে পাকিস্তানে ফোন করলেন রুবিয়ো।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement