India Pakistan Conflict

সকাল থেকে হামলা, পাল্টা হামলা, সেনাবাহিনীর প্রধানদের নিয়ে দিল্লিতে জরুরি বৈঠকে মোদী, রাজনাথ

শ্রীনগর, জম্মু, রজৌরিতে শোনা গিয়েছে পর পর বিস্ফোরণের আওয়াজ। পাকিস্তানের রাওয়ালপিন্ডির কাছে তিনটি এয়ারবেসে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। হামলার কথা স্বীকার করেছে ভারত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ মে ২০২৫ ০৬:২৭
Share:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে বৈঠক চলছে। শনিবার। ছবি: পিটিআই।

না-জানলেই নয়
শেষ আপডেট: ১০ মে ২০২৫ ১৬:৪৫ key status

‘শান্ত থাকুন, আতঙ্কিত হবেন না’

চলমান উত্তেজনার মধ্যে রাজ্যবাসীকে শান্ত থাকার পরামর্শ দিল জম্মু-কাশ্মীর সরকার। অযথা আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই, বলেই জানিয়েছে তারা। সরকার এ-ও জানিয়েছে, জম্মু-কাশ্মীরে পর্যাপ্ত পরিমাণে প্রয়োজনীয় পণ্যের সরবরাহ রয়েছে।

শেষ আপডেট: ১০ মে ২০২৫ ১৫:৫৭ key status

চিনের আবেদন

সামরিক সংঘাতের পথ ছেড়ে আলোচনার টেবিলে বসার জন্য ভারত এবং পাকিস্তানের কাছে আবেদন জানাল চিন। সীমান্তে পেশি প্রদর্শনের পরিবর্তে সংযম দেখানোর জন্য নয়াদিল্লি এবং ইসলামাবাদের কাছে আবেদন জানিয়েছে বেজিং।

Advertisement
শেষ আপডেট: ১০ মে ২০২৫ ১৫:৫৫ key status

পরমাণু অস্ত্র নয়

ভারতের সঙ্গে সংঘাতের আবহে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ জানালেন পরমাণু অস্ত্রের ব্যবহার নিয়ে মোটেই ভাবনাচিন্তা করছে না পাকিস্তান। শনিবার সকালে বিভিন্ন সংবাদমাধ্যম দাবি করেছিল, পাকিস্তানে ‘ন্যাশনাল কমান্ড অথরিটি’ (এনসিএ)-র বৈঠক বসতে চলেছে। বস্তুত, পাকিস্তানের সামরিক এবং অসামরিক শীর্ষকর্তাদের নিয়ে গঠিত এই কমিটির হাতেই রয়েছে সে দেশের পরমাণু অস্ত্র এবং দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের ভার। কিন্তু পরে সংবাদ সংস্থা ‘রয়টার্স’-এর প্রতিবেদন অনুযায়ী এক পাক সংবাদমাধ্যমকে খোয়াজা জানিয়ে দেন, ‘ন্যাশনাল কমান্ড অথরিটি’র কোনও বৈঠক হয়নি। এ রকম কোনও বৈঠক হওয়ারও কথা নেই।

শেষ আপডেট: ১০ মে ২০২৫ ১৪:৪৬ key status

সেনার এলাকায় ছবি তোলায় আটক দুই

মধ্যপ্রদেশের জবলপুরে সেনাবাহিনীর এলাকায় অযথা ছবি তুলছিলেন দুই যুবক। শুক্রবার পুলিশ তাঁদের আটক করে। অভিযুক্তেরা হলেন মহম্মদ জ়ুবের এবং মহম্মদ ইরফান। অভিযোগ, জবলপুর ক্যান্টনমেন্টে সেনা ছাউনির সামনে দাঁড়িয়ে দীর্ঘ ক্ষণ ধরে ছবি তুলছিলেন তাঁরা। সন্দেহ হওয়ায় পুলিশ তাঁদের আটক করে। জিজ্ঞাসাবাদের মুখে তাঁরা জানিয়েছেন, সাধারণ ভাবেই ছবি তোলা হচ্ছিল। তাঁদের অন্য কোনও উদ্দেশ্য ছিল না। এখনও পর্যন্ত তাঁদের বিরুদ্ধে কোনও মামলা রুজু করা হয়নি। 

Advertising
Advertising
শেষ আপডেট: ১০ মে ২০২৫ ১৩:৪৭ key status

প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক

দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক চলছে। ভারতের স্থল, জল এবং বায়ুসেনার প্রধানেরা বৈঠকে আছেন। এ ছাড়া প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ এবং চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও ওই বৈঠকে আছেন।

শেষ আপডেট: ১০ মে ২০২৫ ১৩:২৯ key status

ভারত থামলে আমরাও থামব

ভারত-পাকিস্তান সংঘাতের আবহে এই প্রথম বার ভিন্ন সুর শোনা গেল পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দারের গলায়। তিনি জানালেন, ভারত ‘হামলা’ থামালে, থামবে পাকিস্তানও। পাকিস্তানের বিদেশমন্ত্রীকে উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। তিনি আরও জানিয়েছেন, ভারত যদি আবার ‘হামলা’ চালায়, তা হলে তার জবাব দেবে পাকিস্তান।

শেষ আপডেট: ১০ মে ২০২৫ ১৩:২৪ key status

পাকিস্তানে ভূমিকম্প

শুক্রবার রাত ১টা ৪৫ মিনিট নাগাদ ভূকম্পন অনুভূত হয়েছে পাকিস্তানে। জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ এবং গবেষণা কেন্দ্র (এনসিএস) বিবৃতিতে জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৭। হিন্দুকুশ অঞ্চলে কম্পনের মাত্রা ছিল ৫.৭। আফগানিস্তানে ভূমিকম্পের তীব্রতা ৪.৯।

শেষ আপডেট: ১০ মে ২০২৫ ১৩:২২ key status

ডাল লেকে আতঙ্ক!

শ্রীনগরের ডাল লেকে শনিবার সকালে ক্ষেপণাস্ত্রের মতো একটি বস্তু উড়ে এসে পড়েছে বলে দাবি। তার পরেই শহরে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। ফলে আতঙ্ক ছড়িয়েছে। সংবাদ সংস্থা পিটিআইকে প্রশাসনের এক আধিকারিক জানান, ডাল লেকে জলের উপরে ধোঁয়া দেখা গিয়েছে। বস্তুটি তুলে এনেছে নিরাপত্তারক্ষী বাহিনী। সেটি ক্ষেপণাস্ত্র কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

শেষ আপডেট: ১০ মে ২০২৫ ১৩:২১ key status

রুবিয়োর ফোন

মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো শনিবার (ভারতীয় সময় অনুযায়ী) পাক সেনাপ্রধান আসিম মুনির এবং ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা বলেছেন। ভারত-পাকিস্তান উত্তেজনা প্রশমনের জন্য আলোচনায় বসার ডাক দিয়েছেন রুবিয়ো।

শেষ আপডেট: ১০ মে ২০২৫ ১৩:২০ key status

পরমাণু অস্ত্রের দায়িত্বপ্রাপ্ত কমিটির বৈঠক হয়নি

শনিবার সকালে শোনা গিয়েছিল, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ ন্যাশনাল কমান্ড অথরিটি (এনসিএ)-র বৈঠক ডেকেছেন। পাকিস্তানের সামরিক এবং অসামরিক শীর্ষকর্তাদের নিয়ে গঠিত এই কমিটির হাতেই রয়েছে সে দেশের পরমাণু অস্ত্র এবং দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের ভার। সংবাদ সংস্থা রয়টার্স অনুসারে, এক পাক সংবাদমাধ্যমকে প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ জানিয়েছন, এনসিএ-র কোনও বৈঠক হয়নি। এমন কোনও বৈঠক হওয়ার কথাও নেই। 

শেষ আপডেট: ১০ মে ২০২৫ ১৩:১৫ key status

পাল্টা অভিযান ঘোষণা পাকিস্তানের

ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর প্রত্যাঘাতে ‘অপারেশন বুনিয়ান-আন-মারসুস’ (বুনিয়ান মারসুস) ঘোষণা করেছে পাকিস্তান। পাক সেনা এবং পাকিস্তানের সরকারি সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে সংবাদমাধ্যম আল জাজ়িরা এই তথ্য জানিয়েছে।  

বুনিয়ান-আন-মারসুস কোরানের একটি আয়াত। আল জাজ়িরার প্রতিবেদন অনুযায়ী, এটি একটি আরবি শব্দবন্ধ। এর অর্থ ‘শিসার তৈরি কাঠামো’। কোরানের ওই আয়াতে বলা হয়েছে, ‘‘আল্লা তাঁদেরই ভালবাসেন, যাঁরা যুদ্ধের ময়দানে তাঁর দেখানো পথে লড়াই করেন, শিসার তৈরি শক্ত কাঠামোর মতো।’’ কয়েকটি সূত্রে দাবি, ‘বুনিয়ান-আন-মারসুস’ নামের অর্থ ‘অভেদ্য দুর্গ’।

শেষ আপডেট: ১০ মে ২০২৫ ১৩:১৪ key status

পাকিস্তানে হামলার কথা জানাল ভারত

ভারতের বিদেশ মন্ত্রক এবং সেনার যৌথ বিবৃতিতে পাকিস্তানে হামলার কথা জানানো হয়েছে। পাকিস্তানের একাধিক ঘাঁটি নিশানা করে হামলা চালিয়েছে ভারত। কর্নেল সোফিয়া জানিয়েছেন, পাকিস্তানের রফিকি, মুরিদ, চাকলালা এবং রহিম ইয়ার খানে পাক সেনার এয়ারবেসে আকাশপথে ভারত হামলা চালিয়েছে। এ ছাড়া, সুক্কুর এবং চুনিয়ায় পাক সেনাঘাঁটি, পসরুর এবং সিয়ালকোটের বিমান ঘাঁটিতেও হামলা হয়েছে।

শেষ আপডেট: ১০ মে ২০২৫ ১৩:১২ key status

সীমান্তে সেনা মোতায়েন

ভারতের পশ্চিম সীমান্তে সেনা মোতায়েন করছে পাকিস্তান। সীমান্তের দিকে পাক সৈন্যেরা এগোচ্ছেন। ভারতীয় সেনা সাংবাদিক বৈঠকে এমনটাই দাবি করেছে।

শেষ আপডেট: ১০ মে ২০২৫ ১৩:১০ key status

শম্ভু মন্দিরে মুখ্যমন্ত্রী

জম্মুর শম্ভু মন্দিরে গিয়েছেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। পাক ক্ষেপণাস্ত্রে মন্দিরের কতটা ক্ষতি হয়েছে তা পরিদর্শন করেছেন তিনি। 

শেষ আপডেট: ১০ মে ২০২৫ ০৯:৩৪ key status

পাকিস্তানে ফোন মার্কিন বিদেশসচিবের

পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে কথা বললেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, দুই পক্ষের মধ্যে উত্তেজনা প্রশমনের জন্য আমেরিকা সহায়তা করতে প্রস্তুত বলে মুনিরকে জানিয়েছেন রুবিয়ো। ভবিষ্যতে সংঘাত এড়াতে আলোচনার পথে হাঁটার বার্তা দেওয়া হয়েছে।

শেষ আপডেট: ১০ মে ২০২৫ ০৮:৪৫ key status

সরকারের সাংবাদিক বৈঠক

সকাল ১০টার পরিবর্তে বিদেশ মন্ত্রক এবং ভারতীয় সেনা যৌথ সাংবাদিক বৈঠক করবে সাড়ে ১০টা নাগাদ।

শেষ আপডেট: ১০ মে ২০২৫ ০৮:৪৪ key status

শম্ভু মন্দিরে হামলা

জম্মুর শম্ভু মন্দিরে পাকিস্তানের গোলা এসে পড়েছে। মন্দির চত্বরে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর। তবে গোলা পড়েছে মন্দিরের দরজার সামনে। সমাজমাধ্যমে বেশ কিছু ভিডিয়ো ছড়িয়ে পড়েছে, যার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। 

শেষ আপডেট: ১০ মে ২০২৫ ০৮:১২ key status

জরুরি বৈঠকে পাক প্রধানমন্ত্রী

পাক সেনা সূত্র উল্লেখ করে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ শনিবার ন্যাশনাল কমান্ড অথরিটির (এনসিএ) বৈঠক ডেকেছেন। জাতীয় নিরাপত্তা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেয় এই এনসিএ। 

শেষ আপডেট: ১০ মে ২০২৫ ০৭:৫৩ key status

প্রত্যাঘাতের বার্তা পাক সেনার

পাকিস্তানের সরকারি সংবাদমাধ্যম এবং পাক সেনার জনসংযোগ বিভাগ প্রত্যাঘাতের বার্তা দিয়েছে। তাদের দাবি, শনিবার সকালে পাকিস্তানের তিনটি এয়ারবেসে মিসাইল ছুড়েছে ভারত। তার পরেই প্রত্যাঘাতের বার্তা এসেছে। 

শেষ আপডেট: ১০ মে ২০২৫ ০৭:২৯ key status

রজৌরিতে নিহত সরকারি আধিকারিক-সহ তিন

পাকিস্তানের হামলায় রজৌরিতে সরকারি আধিকারিক-সহ তিন জনের মৃত্যু হয়েছে। রাজৌরির অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কমিশনার রাজকুমার থাপার বাড়িতে শুক্রবার রাতে পাকিস্তানের ছোড়া একটি গোলা গিয়ে পড়ে। তিনি গুরুতর জখম হয়েছিলেন। পরে তাঁর মৃত্যু হয়েছে। 

জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘রজৌরি থেকে মর্মান্তিক খবর পেলাম। জম্মু-কাশ্মীরের প্রশাসনিক বিভাগের এক কর্মঠ অফিসারকে আমরা হারিয়েছি। গত কালই তিনি উপমুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন, আমার সঙ্গে অনলাইন বৈঠকেও ছিলেন। আজ ওই অফিসারের বাড়িতে পাকিস্তানের বোমা গিয়ে পড়েছে। রাজকুমার থাপার মৃত্যু হয়েছে। আমি স্তম্ভিত, শোকপ্রকাশের ভাষা নেই। ওঁর আত্মার শান্তি কামনা করছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement