Ram Temple

ভূমিপূজার জন্য গেল কামাখ্যার জল-মাটি

নীলাচল পাহাড় থেকে জল ও মাটি নিয়ে বুধবার অযোধ্যা রওনা হলেন বজরং দলের কর্মীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গুয়াহাটি শেষ আপডেট: ৩০ জুলাই ২০২০ ০২:১৩
Share:

রামমন্দিরের ভুমি পূজার জন্য কামাখ্যায় জল ও মাটি নিয়ে বজরং দলের সদস্যর। বুধবার। —নিজস্ব চিত্র

অযোধ্যায় রামমন্দির নির্মাণে যুক্ত হল কামরূপও। কামাখ্যা মন্দির থেকে অযোধ্যা পাড়ি দিল জল আর মাটি।

Advertisement

নীলাচল পাহাড় থেকে সেই জল ও মাটি নিয়ে বুধবার অযোধ্যা রওনা হলেন বজরং দলের কর্মীরা। ‘মা কামাখ্যা দেবালয় ম্যানেজমেন্ট কমিটি’র দলৈ কবীন্দ্র শর্মা জানান, রামমন্দিরের ভূমি পূজার জন্য ৫১টি শক্তিপীঠ থেকে মাটি ও জল সংগ্রহ করা হচ্ছে। বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের কর্মীরা সেই উদ্দেশে কামাখ্যা আসেন।

মন্দির করোনার জন্যে বন্ধ। রামমন্দিরের জন্যে বিশেষ ব্যবস্থা করে জল ও মাটি সংগ্রহের ব্যবস্থা করা হয়। মেঘালয়ের জয়ন্তীয়া পাহাড়ে থাকা শক্তিপীঠ নারটিয়াংয়ের ছশো বছরের বেশি পুরনো দুর্গা মন্দিরের মাটি ও সংলগ্ন মিন্টডু ও মিনটাং নদীর জলও অযোধ্যা যাচ্ছে।

Advertisement

জয়ন্তীয়া পাহাড়ে মিন্টডু নদীর জল সংগ্রহ করা হচ্ছে রামমন্দিরের ভুমি পূজার জন্য। বুধবার। —নিজস্ব চিত্র

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন