Ahmedabad plane crash

আমদাবাদের বিপর্যয়ে স্তম্ভিত বিশ্ব

সর্দার বল্লভভাই পটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর ১টা ৩৮ মিনিট নাগাদ ছেড়েছিল বিমান। গন্তব্য ছিল লন্ডনের গ্যাটউইক। ওড়ার কয়েক মিনিটের মধ্যে ভেঙে পড়ে বিমান।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ জুন ২০২৫ ০৭:৪৭
Share:

মেঘানিনগরের বিজে মেডিক্যাল কলেজের ছাত্রাবাসের উপর পড়ে রয়েছে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই-১৭১-র ধ্বংসাবশেষ। ছবি: পিটিআই।

এয়ার ইন্ডিয়ার অভিশপ্ত বিমানটিতে ১৬৯ জন ভারতীয় ছাড়াও ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগীজ় ও এক কানাডার নাগরিক ছিলেন। আশ্চর্যজনক ভাবে এক ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক বেঁচে গিয়েছেন। আর কেউ জীবিত নেই বলেই মনে করা হচ্ছে। আমদাবাদের এই ঘটনায় স্তম্ভিত গোটা বিশ্ব। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস থেকে সে দেশের প্রধানমন্ত্রী কিয়র স্টার্মার, আমেরিকান প্রেসিডেন্ট, রুশ প্রেসিডেন্টের পক্ষ থেকে ক্রেমলিন, ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ, সকলেই শোকপ্রকাশ করেছেন।

সর্দার বল্লভভাই পটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর ১টা ৩৮ মিনিট নাগাদ ছেড়েছিল বিমান। গন্তব্য ছিল লন্ডনের গ্যাটউইক। ওড়ার কয়েক মিনিটের মধ্যে ভেঙে পড়ে বিমান। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথায়, ‘‘ইতিহাসের অন্যতম ভয়াবহ দুর্ঘটনা।’’ তিনি আরও বলেন, ‘‘ওদের আগেই জানিয়েছি, যদি কোনও রকম সাহায্য করতে পারি, অবিলম্বে সেই ব্যবস্থা করব।’’ ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়র স্টার্মার শোক প্রকাশ করে এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘‘এই দুঃসময়ে মৃত যাত্রীদের জন্য, তাঁদের পরিবারের জন্য প্রার্থনা করছি।’’ বিমানে ৫৩ জন ব্রিটিশ যাত্রী থাকার খবর জানিয়ে স্টার্মার বলেন, যে দৃশ্য দেখছি, ‘ভয়াবহ’। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস-ও বলেন, ‘‘আমদাবাদের ঘটনায় আমি আর আমার স্ত্রী স্তম্ভিত। সকলের জন্য প্রার্থনা করছি।’’

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষ থেকে ক্রেমলিন একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘‘আমদাবাদের যাত্রিবাহী বিমানটির ওই দুর্ভাগ্যজনক পরিণতিতে ভীষণ ভাবে মর্মাহত।’’ দুঃখপ্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কিও। বলেছেন, ‘‘ভয়াবহ ঘটনা।’’ ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘‘এই দুঃখের সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মৃতদের পরিবারের প্রতি সমবেদনা রইল।’’ শোকপ্রকাশ করেছেন ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও।

ভারতের দুই পড়শি— বাংলাদেশ ও পাকিস্তানও শোকবার্তা পাঠিয়েছে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস গভীর দুঃখপ্রকাশ করেছেন। পাক-প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এক্স-এ লিখেছেন, ‘‘মর্মান্তিক বিমান দুর্ঘটনা... এই অপূরণীয় ক্ষতির সঙ্গে যাঁরা লড়ছেন, তাঁদের জন্য সহানুভূতি রইল।’’ দুঃখপ্রকাশ করেছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ-ও। তিনি লিখেছেন, ‘‘এই ভয়াবহ ক্ষতি সীমান্তের ব্যবধান মুছে দিয়েছে, মনে করিয়ে দিয়েছে মানবতা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতবাসীর জন্যসহানুভূতি রইল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন