অস্ত্র দেখিয়ে লুঠ গয়নার দোকানে

পুলিশের নাকের ডগায় শহরের প্রাণকেন্দ্রে ঢুকে একটি গয়নার দোকানে লুটপাট চালিয়ে পালাল তিন সশস্ত্র দুষ্কৃতী। গত রাতে সাড়ে ৯টা নাগাদ জেলা সদরের শিববাড়ি রোডে ঘটনাটি ঘটে। গয়নার দোকানের মালিক সুবোধ পাল জানিয়েছেন, ‘‘আমার দোকানের সামনে হঠাৎ একটা মোটরসাইকেল এসে থামে। হুড়মুড়িয়ে তিন জন ভিতরে ঢোকে। বন্দুক দেখিয়ে গয়না, ক্যাশবাক্সের টাকা নিয়ে পালায়।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হাইলাকান্দি শেষ আপডেট: ০৬ জুলাই ২০১৫ ০৩:৩৪
Share:

পুলিশের নাকের ডগায় শহরের প্রাণকেন্দ্রে ঢুকে একটি গয়নার দোকানে লুটপাট চালিয়ে পালাল তিন সশস্ত্র দুষ্কৃতী। গত রাতে সাড়ে ৯টা নাগাদ জেলা সদরের শিববাড়ি রোডে ঘটনাটি ঘটে। গয়নার দোকানের মালিক সুবোধ পাল জানিয়েছেন, ‘‘আমার দোকানের সামনে হঠাৎ একটা মোটরসাইকেল এসে থামে। হুড়মুড়িয়ে তিন জন ভিতরে ঢোকে। বন্দুক দেখিয়ে গয়না, ক্যাশবাক্সের টাকা নিয়ে পালায়।’’ তাঁর দাবি, তিন লক্ষের বেশি দামের গয়না, নগদ টাকা লুট হয়েছে।

Advertisement

স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনাস্থলের এক দিকে রয়েছে এস কে রায় হাসপাতাল পুলিশ ফাঁড়ি। অন্য দিকে কলেজ পুলিশ ফাঁড়ি। সামনেই সদর থানা। শহরে চলছিল পুলিশি টহলদারিও। এমন পরিস্থিতির মধ্যেও রাত সাড়ে ৯টায় শহরের প্রাণকেন্দ্রে সোনার দোকানে এ ভাবে লুটপাট চালিয়েছে দুষ্কৃতীরা। সদর থানার ওসি কনকচন্দ্র নাথ বলেন, ‘‘পুলিশ তদন্ত চালাচ্ছে। দ্রুত জড়িতরা ধরা পড়বে।’’ এই ঘটনাটিকে ডাকাতি বলতেও তিনি নারাজ।

ওই ঘটনায় জেরে আজ বিজেপি কর্মীরা হাইলাকান্দির অতিরিক্ত পুলিশসুপার রাজমোহন রায়ের সঙ্গে দেখা করে শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে বলে অভিযোগ জানান। এএসপি তাঁদের জানিয়েছেন, হাইলাকান্দিতে চাহিদার তুলনায় পুলিশকর্মীর সংখ্যা কম রয়েছে। তাতে কাজ করতে সমস্যা হচ্ছে। পুলিশি টহলদারির জন্য গাড়ির জ্বালানির টাকাও সরকারের তরফ থেকে নিয়মিত পাওয়া যাচ্ছে না। বিজেপি প্রতিনিধিদলে ছিলেন সুব্রত শর্মা মজুমদার, মানব চক্রবর্তী, প্রদীপ দেব।

Advertisement

উল্লেখ্য, কয়েক মাস আগেও শহরের ওই রাস্তার একটি দোকানে বোমা বিস্ফোরণ ঘটে। তাতে তিন জন আহত হয়েছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন