Ram temple

২০২২-এ মধ্যেই দেশে ‘রাম রাজ্য’, দাবি যোগীর

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই যোগী হাজির হয়েছিলেন অযোধ্যার বিতর্কিত ভূমিতে। প্রায় ১৫ বছর পর এই বিতর্কিত অঞ্চল সফরে গিয়েছিলেন উত্তরপ্রদেশের কোনও মুখ্যমন্ত্রী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০১৭ ১০:০৩
Share:

২০২২ সালের মধ্যেই দেশে গড়ে উঠবে রাম রাজ্য। শনিবার এক অনুষ্ঠানে এমনই মন্তব্য করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পরোক্ষ ভাবে তিনি ইঙ্গিত দেন, ২০২২ সালের মধ্যেই গড়ে উঠবে রাম মন্দির। দিন দুয়েক আগেই বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)–র পক্ষ থেকে দাবি করা হয়েছিল, ২০১৮-এর মধ্যেই রাম মন্দির নির্মাণ করা হবে। এর জন্য একটি অ্যাকশন প্লান বানানো হচ্ছে। তার পরই যোগীর এমন মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Advertisement

আরও পড়ুন: মোদীর ছক ছিনিয়ে রাহুল অক্ষরধামেও

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে যোগী দাবি করেন, “ভারতকে দারিদ্র, দূষণ এবং অরাজকতা থেকে মুক্ত করতে লড়াই করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এগোচ্ছেন ‘ভিশন ২০২২’-এর লক্ষ্যে। আর ওই সময়ের মধ্যেই তৈরি হয়ে যাবে রাম রাজ্য।”

Advertisement

আরও পড়ুন: কর কমলেও ভোটের আগে সুর চড়া কংগ্রেসের

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই যোগী হাজির হয়েছিলেন অযোধ্যার বিতর্কিত ভূমিতে। প্রায় ১৫ বছর পর এই বিতর্কিত অঞ্চল সফরে গিয়েছিলেন উত্তরপ্রদেশের কোনও মুখ্যমন্ত্রী। তার পর থেকেই রাম মন্দির নিয়ে নানা জল্পনা শুরু হয়ে যায়। প্রশ্ন উঠতে শুরু করে, যোগী সরকারের এক বছর পূর্ণ হওয়ার দিনই কি রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন হবে? এ দিন সে প্রশ্নের কোনও উত্তর না দিলেও যোগী কেবল বলেন, ‘‘আমরা প্রতিদিন নির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করছি। উদ্দেশ্য যদি মহৎ থাকে, তাহলে ঈশ্বরও সাহায্য করবেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement