E Scooter

Diwali: অভিনব দীপাবলি উপহার, কর্মীদের হাতে ই-স্কুটারের চাবি তুলে দিল সংস্থা!

এ বছরটা খানিকটা আলাদা। এ বছর দীপাবলিতে কর্মীদের হাতে স্কুটারের চাবি তুলে দিল সংস্থাটি।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২১ ১৭:২৫
Share:
০১ ০৯

দীপাবলিতে প্রতি বছর কর্মীদের জন্য বিশেষ উপহার দেয় এই সংস্থা। কিন্তু এ বছরটা খানিকটা আলাদা। এ বছর দীপাবলিতে কর্মীদের হাতে স্কুটারের চাবি তুলে দিল সংস্থাটি।

০২ ০৯

গুজরাতের সুরতে মূলত জামাকাপড় সেলাই মেশিনের ব্যবসা সংস্থাটির।

Advertisement
০৩ ০৯

চলতি বছর সংস্থাটি তার ৩৫ জন কর্মীকে দীপাবলির উপহার হিসাবে দিয়েছে ই-স্কুটার।

০৪ ০৯

ওকিনাওয়া সংস্থার প্রেসপ্রো মডেলের ওই স্কুটারের দাম প্রায় ৭৭ হাজার টাকা।

০৫ ০৯

সংস্থার অধিকর্তা সুভাষ দাওয়ারের উদ্যোগেই এই অভিনব পদক্ষেপ।

০৬ ০৯

মূলত পেট্রল, ডিজেলের মূল্যবৃদ্ধির জেরেই কর্মীদের ইলেক্ট্রিক স্কুটার দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

০৭ ০৯

সুভাষ জানিয়েছেন, এর ফলে শুধুমাত্র পেট্রল-ডিজেলের অপচয়ই কমবে না, পরিবেশের প্রতি সংস্থা যে কতটা দায়বদ্ধ সেটিরও প্রমাণ হবে।

০৮ ০৯

ওকিনাওয়ার ওই স্কুটারের মডেলে লিথিয়াম-আয়ন ব্যাটারি রয়েছে। রিচার্জবল এই ব্যাটারির মাধ্যমেই স্কুটার এগিয়ে চলে। সর্বোচ্চ গতিবেগ ৫৮ কিলোমিটার প্রতি ঘণ্টা।

০৯ ০৯

তিন ঘণ্টা চার্জ দিলে ৮৮ কিলোমিটার যেতে পারে এই স্কুটার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement