National News

ভিডিও প্রমাণ করছে জেলে বহাল তবিয়তেই শশিকলা

রূপার অভিযোগ ছিল, জেলের মধ্যে সাধারণ বন্দিদের মতো নয়, বরং বহাল তবিয়তেই সমস্ত আধুনিক সুযোগ-সুবিধা নিয়ে দিন কাটাচ্ছেন শশিকলা। এমনকী, জেলের সিসিটিভি-তে সমস্ত কিছুর প্রমাণ পাওয়া গেলেও কোনও পদক্ষেপ করা হয়নি বলে জানিয়েছিলেন রূপা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ জুলাই ২০১৭ ১৭:২৩
Share:

ছবি: জেলের মধ্যে সাধারণ পোশাকেই ঘুরে বেড়াচ্ছেন শশিকলা। ছবি: ইউটিউবের সৌজন্যে।

কিছু দিন আগেই অভিযোগ উঠেছিল বেঙ্গালুরুর পারাপ্পানা অগ্রহারা জেলে ভিভিআইপি পরিষেবা পাচ্ছেন প্রয়াত জয়ললিতার বান্ধবী শশিকলা নটরাজন। সেই সময় কর্নাটকের ডিআইজি (কারা) ডি রূপার এই অভিযোগের ভিত্তিতে তোলপাড় হয়েছিল জাতীয় সংবাদ মাধ্যম। ঘটনার দিন কয়েক যেতে না যেতেই এই খবর ফাঁস করার মাশুলও দিতে হয়েছিল রূপাকে। তাঁকে বদলি করা হয়েছিল রাজ্যের পথ সুরক্ষা ও ট্রাফিক-এর কমিশনার পদে।

Advertisement

রূপার অভিযোগ ছিল, জেলের মধ্যে সাধারণ বন্দিদের মতো নয়, বরং বহাল তবিয়তেই সমস্ত আধুনিক সুযোগ-সুবিধা নিয়ে দিন কাটাচ্ছেন শশিকলা। এমনকী, জেলের সিসিটিভি-তে সমস্ত কিছুর প্রমাণ পাওয়া গেলেও কোনও পদক্ষেপ করা হয়নি বলে জানিয়েছিলেন রূপা। তিনি জানিয়েছিলেন, জেলে শশীর জন্য রয়েছে আলাদা ঘর ও খাবারের বন্দোবস্ত। সেই ঘরের মধ্যেই রয়েছে রান্নাঘর। যেখানে শশীর পছন্দমতো খাবার তৈরি হয়। শুধু তাই নয়, অতিরিক্ত এই সুযোগ পাওয়ার জন্য নাকি জেল আধিকারিকদের দু’কোটি টাকা ঘুষও দিয়েছেন শশী, অভিযোগ উঠেছিল এমনই। যদিও সে সময় এই অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন কর্নাটকের ডিজি (কারা) সত্যনারায়ণ রাও।

আরও পড়ুন: সরকার বদলি করতেই পারে, বলছেন রূপা

Advertisement

দেখুন সেই ভিডিও

এ বার সেই অভিযোগের ভিত্তিতেই মিলল একটি ভিডিও। সম্প্রতি জেলের ভিতরের একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসে। সেখানে দেখা যায়, সাধারণ কয়েদিদের মতো গরাদে নয়, আলাদা ঘরে রয়েছেন শশী। এমনকী, কয়েদিদের পোশাকও পরেননি তিনি। সাধারণ একটি পোশাকেই ঘোরাফেরা করছেন হেভিওয়েট এই বন্দি। ভিডিওতে দেখা যায়, তাঁর হাতে রয়েছে একটি শপিং ব্যাগ। শশীর সঙ্গে রয়েছেন তাঁর দুই সহকারীও।

সূত্রের খবর, জেলের মধ্যে শশীর ঘরটি সাদা কাপড় দিয়ে ঢাকা থাকে। যাতে বাইরে থেকে ভিতরের কার্যকলাপ চোখে না পড়ে। ঘরের মধ্যে শশিকলার জন্য রয়েছে যোগা ম্যাট, রিল্যাক্স চেয়ার, কুকার এবং রোজকার নিত্যপ্রয়োজনীয় নানা সরঞ্জাম।

(ভিডিও সৌজন্যে: টলিউড নগর)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement