গরু খেলে এ দেশ ছাড়তে হবে: এ বার বললেন হরিশ

মনোহরলাল খট্টরের পর এ বার হরিশ রাওয়াত। বিজেপি মুখ্যমন্ত্রীর পর কংগ্রেসের মুখ্যমন্ত্রী। গো-হত্যাকারীদের সমাজের সবচেয়ে বড় শত্রু আখ্যা দিয়ে দেশ থেকে বের করে দেওয়ার দাবি জানালেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৫ ১১:০২
Share:

মনোহরলাল খট্টরের পর এ বার হরিশ রাওয়াত। বিজেপি মুখ্যমন্ত্রীর পর কংগ্রেসের মুখ্যমন্ত্রী। এ দেশে থাকতে হলে মুসলিমদের গরু খাওয়া ছাড়তে হবে বলে দিন কয়েক আগে বিতর্কে জড়িয়েছিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী খট্টর। আর এ বার গো-হত্যাকারীদের সমাজের সবচেয়ে বড় শত্রু আখ্যা দিয়ে দেশ থেকে বের করে দেওয়ার দাবি জানালেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত।

Advertisement

গো-বলয়ের কংগ্রেস শাসিত এই রাজ্যের মুখ্যমন্ত্রীর মতে, “গো-হত্যাকারী যে ধর্মেরই হোক, সে এক জন হত্যাকারীই। সে সমাজের সবচেয়ে বড় শত্রু। তার ভারতে থাকার কোনও অধিকারই নেই।” গোপাষ্টমী উপলক্ষ্যে বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী দাবি করেন, “গরু সংরক্ষণের জন্য রাজ্য সরকার বদ্ধপরিকর। এর জন্য একাধিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। উত্তরাখণ্ডই দেশের একমাত্র রাজ্য যারা খাটাল তৈরির জন্য ভর্তুকি দেয়।” গো-হত্যা বন্ধে কড়া আইন আনতে সরকার একটি প্রস্তাব পাস করেছে বলেও জানান তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement