Yogi Adityanath

‘মা-বোনেদের সম্মান, সম্ভ্রম নিয়ে যারা খেলবে, যমরাজ তাদের জন্য অপেক্ষা করছে’! অপরাধীদের এনকাউন্টার প্রসঙ্গে আদিত্যনাথ

আদিত্যনাথ বলেন, ‘‘অপরাধী এবং মাফিয়াদের দৌরাত্ম্যের দিন শেষ। তারা যে পথ দেখাবে, সেই পথেই তাদের জবাব দেওয়া হবে। এবং আমরা সেটা করে দেখিয়েছি।’’

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫ ১৮:২০
Share:

যোগী আদিত্যনাথ। ফাইল চিত্র।

মা-বোন এবং কন্যাদের সম্মান এবং সম্ভ্রম নিয়ে যাঁরা খেলবেন, যাঁরা তাঁদের নিরাপত্তা বিঘ্নিত করবেন, তাঁদের জন্য ‘যমরাজ’ অপেক্ষা করবে। এক অনুষ্ঠানে উত্তরপ্রদেশের মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন করা হলে এমনই হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের মতো অন্য রাজ্যগুলিতেও এখন ‘এনকাউন্টার’ শুরু হয়েছে। তা হলে কি সেই রাজ্যগুলির কাছে অপরাধমুক্ত করার বিষয়ে উত্তরপ্রদেশ মডেল হয়ে উঠেছে? এই প্রশ্ন করা হলে হলে আদিত্যনাথ দাবি করেন, তাঁর সরকার অপরাধের বিষয়ে ‘জ়িরো টলারেন্স’ নীতি নিয়েই চলে। এ বিষয়ে কোনও ভাবেই আপস করবে না তাঁর সরকার।

Advertisement

এর পরই তিনি বলেন, ‘‘যাঁরা আইন এবং প্রশাসনকে প্রহসনে পরিণত করার চেষ্টা করবেন, তাঁদের কোনও ভাবেই রেয়াত করা হবে না। আমরা সব সময়েই জ়িরো টলারেন্স নীতি নিয়ে চলব। কেউ যদি মনে করেন মা-বোনেদের সম্মান এবং সম্ভ্রম নিয়ে ছিনিমিনি খেলবেন, তাঁদের নিরাপত্তা বিঘ্নিত করবেন, তা হলে তিনি বা তাঁরা জেনে রাখুন, আপনাদের জন্য রাস্তার মোড়ে যমরাজ অপেক্ষা করছে। নরক যাওয়ার টিকিটের ব্যবস্থা করে দেব।’’

আদিত্যনাথ আরও জানিয়েছেন, উত্তরপ্রদেশ এখন মাফিয়ামুক্ত রাজ্য। ‘এক জেলা, এক মাফিয়া’-র দিন চলে গিয়েছে। এখন রাজ্য সরকার ‘এক জেলা, এক পণ্য’ এবং ‘এক জেলা, এক কলেজ’ এই পথেই হাঁটছে। তিনি বলেন, ‘‘অপরাধী এবং মাফিয়াদের দৌরাত্ম্যের দিন শেষ। তারা যে পথ দেখাবে, সেই পথেই তাদের জবাব দেওয়া হবে। এবং আমরা সেটা করে দেখিয়েছি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement