মুখ্যমন্ত্রীর ছেলের বিরুদ্ধে মামলা লড়ায় জঙ্গিদের হুমকি ফোন পেলেন আইনজীবী

মণিপুরের মুখ্যমন্ত্রীর ছেলের বিরুদ্ধে মামলা লড়তে নামায় মণিপুরি ও নাগা জঙ্গিদের হুমকি ফোন পেলেন সুপ্রিম কোর্টের আইনজীবী উৎসব সিংহ বেনস। ঘটনাটি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে চিঠি পাঠিয়েছেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ মে ২০১৭ ১৩:০০
Share:

প্রতীকী ছবি।

মণিপুরের মুখ্যমন্ত্রীর ছেলের বিরুদ্ধে মামলা লড়তে নামায় মণিপুরি ও নাগা জঙ্গিদের হুমকি ফোন পেলেন সুপ্রিম কোর্টের আইনজীবী উৎসব সিংহ বেনস। ঘটনাটি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে চিঠি পাঠিয়েছেন তিনি।

Advertisement

২০১১ সালে রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিংহ তখন কংগ্রেসের ক্রীড়ামন্ত্রী। তাঁর ছেলে এন অজয় বন্ধুদের সঙ্গে দোলোৎসবে যান। ফেরার সময় বিমানবন্দরের কাছে তাঁর গাড়িকে পার হয়ে যাওয়ায় অন্য গাড়িটির চালক, ২১ বছরের ইরম রজারকে গুলি করে অজয়। ঘটনাস্থলেই রজারের মৃত্যু হয়। আত্মসমর্পণ করে অজয় ও তার চার বন্ধু। পরে বন্ধুরা ছাড়া পেলেও অজয়ের নামে অনিচ্ছাকৃত হত্যার মামলা দায়ের করে পুলিশ। পরে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। ২০১২ সালে সিবিআই চার্জশিট দেয়। চলতি বছর ২০ জানুয়ারি আদালত অজয়কে পাঁচ বছরের সাজা ও ১০ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেয়। অস্ত্র আইনে সাজা হয় চার বছর। রজারের মা ইরম চিত্রা সুপ্রিম কোর্টে যান। তাঁর হয়ে মামলা লড়ার ভার নেন উৎসব সিংহ।

তার পরেই পিএলএ ও এনএসসিএন (আই-এম) জঙ্গিদের নাম করে উৎসববাবুকে হুমকি ফোন করে কেউ। বলা হয়, মুখ্যমন্ত্রীর ছেলের বিরুদ্ধে মামলা লড়তে হবে না। উৎসববাবু স্বরাষ্ট্র সচিবকে জানিয়েছেন, গত এক মাস চেষ্টা করেও মণিপুরের কোনও আইনজীবীকে উৎসববাবুর হয়ে হাইকোর্টে অজয়ের বিরুদ্ধে পিটিশন জমা দিতে রাজি করাতে পারেননি তিনি। তবে মুখ্যমন্ত্রী বীরেন সিংহ জানান, ‘‘আইন আইনের পথেই চলবে।’’ তাঁর সচিবালয় থেকে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট করতেই এই চক্রান্ত। বীরেন নিজে অজয়কে পুলিশে দিয়েছিলেন। আজ পর্যন্ত কোনও প্রভাব তিনি খাটাননি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement