মনোনয়ন প্রত্যাহার

কাছাড় জেলায় আজ শিলচর, সোনাই ও কাটিগড়া আসনে তিনজন মনোনয়ন প্রত্যাহার করেছেন। এঁরা হলেন সোনাইর করিমউদ্দিন বড়ভুইয়া, শিলচরের রাজু চৌধুরী ও কাটিগড়ার মকসুদুল আলম চৌধুরী। সবাই নির্দল প্রার্থী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ মার্চ ২০১৬ ০৩:৫৯
Share:

কাছাড় জেলায় আজ শিলচর, সোনাই ও কাটিগড়া আসনে তিনজন মনোনয়ন প্রত্যাহার করেছেন। এঁরা হলেন সোনাইর করিমউদ্দিন বড়ভুইয়া, শিলচরের রাজু চৌধুরী ও কাটিগড়ার মকসুদুল আলম চৌধুরী। সবাই নির্দল প্রার্থী। এর আগে বড়খলার প্রাণেশ সিংহ ও রোহিণী শর্মার মনোনয়ন বাতিল হয়েছে। এঁরাও নির্দল ছিলেন। ফলে ভোটের ময়দানে রয়ে গেলেন ৬৭জন। এর মধ্যে শিলচরে ১৫, সোনাইয়ে ১২, উধারবন্দে ৬, কাটিগড়ায় ১৪, বড়খলায় ৮, লক্ষ্মীপুরে ৭ ও ধলাইয়ে ৫জন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement