(বাঁ দিকে) নরেন্দ্র মোদী এবং আবি আহমেদ আলি (ডান দিকে)। ছবি: পিটিআই।
‘করোনা অতিমারি পরিস্থিতি হোক বা সন্ত্রাসবাদের মতো জটিল কোনও সমস্যার মোকাবিলা, বিশ্বের উন্নয়নশীল দেশগুলির পারস্পরিক সহযোগিতা এবং ভ্রাতৃত্ববোধ আজ সারা বিশ্বের কাছে দৃষ্টান্ত’— তাঁর ত্রিদেশীয় সফরের দ্বিতীয় পর্যায়ে ইথিয়োপিয়ার পার্লামেন্টের যৌথ অধিবেশনে দাঁড়িয়ে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ মোদীর ভাষণে উঠে এসেছে ভারত-ইথিয়োপিয়া পারস্পরিক সম্পর্কের গভীরতার প্রসঙ্গও। মোদী এবং ইথিয়োপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলির মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার পাশাপাশি তাঁদের উপস্থিতিতে তিনটি মৌ-চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলেও জানা গিয়েছে। দুই রাষ্ট্রনেতার আলোচনায় উঠে এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার আশ্বাসের প্রসঙ্গও।
জর্ডন সফর শেষে, গত কাল সন্ধ্যায় ইথিয়োপিয়ায় পৌঁছেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজধানী আদ্দিস আবাবার বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে পৌঁছেছিলেন খোদ ইথিয়োপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলি। এর পরে একই গাড়িতে তাঁরা মোদীর রাত্রিবাসের জন্য নির্ধারিত হোটেলে পৌঁছন। মোদীর নির্ধারিত সফরসূচির বাইরে দুই রাষ্ট্রনেতা ঘুরে দেখেন শহরের জাদুঘর-সহ বেশ কয়েকটি দর্শনীয় স্থানও। এর পরে আদ্দিস আবাবার ‘ন্যাশনাল প্যালেস’-এ আয়োজিত বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে মোদীকে স্বাগত জানানো হয়। স্থানীয় শিল্পীরা ‘বন্দে মাতরম্’-এর সুরে স্বাগতজানান মোদীকে।
প্রধানমন্ত্রী মোদীর সম্মানে ইথিয়োপিয়ার পার্লামেন্টে যৌথ অধিবেশনের আয়োজন করা হয়েছিল। আজ সেখানে বক্তব্য রাখেন মোদী। পূর্ব আফ্রিকার দেশ ইথিয়োপিয়ায় ভারতের বিনিয়োগের প্রসঙ্গে কথা বলতে গিয়ে মোদী বলেন, ‘‘আজকের দিনে দাঁড়িয়ে ভারতীয় বহুজাতিক সংস্থাগুলি ইথিয়োপিয়ায় প্রথম সারির বৈদেশিক বিনিয়োগকারীদের তালিকায় অন্যতম।’’ সেই সঙ্গেই মোদী জোড়েন, ‘‘কঠিন সময়ে কী ভাবে পারস্পরিক সহযোগিতা তথা ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে হয়, তা সারা বিশ্বের কাছে উন্নয়নশীল দেশগুলি দৃষ্টান্ত তৈরি করেছে।’’ আজ ইথিয়োপিয়ার সর্বোচ্চ সম্মান, ‘দ্য গ্রেট অনার নিশান অব ইথিয়োপিয়া’ মোদীর হাতে তুলে দিয়েছেন আবি। প্রসঙ্গত, মোদীই প্রথম কোনও রাষ্ট্রপ্রধান যিনি এই পুরস্কার পেলেন। ইথিয়োপিয়া সরকারের তরফে প্রকাশিত একটি বিবৃতিতে জানানো হয়েছে, দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করার ক্ষেত্রে তাঁর অবদানকে স্বীকৃতি দিতেই মোদীকে এই সম্মান দেওয়া হয়েছে।
অন্য দিকে, জর্ডন ও ইথিয়োপিয়া সফর শেষে আজই প্রধানমন্ত্রী ওমানের রাজধানী মাস্কটে পৌঁছেছেন। বিমানবন্দরে সেখানে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ওমানের উপ-প্রধানমন্ত্রী (প্রতিরক্ষা) সইদ শিহাব বিন তারিক আল সৈয়দ। ভারত-ওমান কূটনৈতিক সম্পর্কের ৭০তম বর্ষপূর্তিতে মোদীর এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে