National News

একই পরিবারের তিন কিশোরীকে খুন করে নদীতে ফেলে দিল দুষ্কৃতীরা

বদাউনের পর এ বার বরেলি।তিন বোনকে খুন করে মুখে অ্যাসিড ঢেলে নদীর ধারে ফেলে দিল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বরেলির মীরগঞ্জে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৬ ১৬:৫৪
Share:

প্রতীকী ছবি।

বদাউনের পর এ বার বরেলি।

Advertisement

তিন বোনকে খুন করে মুখে অ্যাসিড ঢেলে নদীর ধারে ফেলে দিল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বরেলির মীরগঞ্জে।

মৃতদের পরিবার সূত্রে খবর, তিন বোন যাদের বয়স ১৩, ১৪ ও ১৫। এরা সকলেই খুড়তুতো, জ্যাঠতুতো বোন। শুক্রবার বিকেলে শৌচকর্ম করতে গ্রামেরই একটি ফাঁকা জায়গায় গিয়েছিল তারা। বেশ কয়েক ঘণ্টা কেটে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের লোকেরা খুঁজতে বেরোন। পাশের গ্রামেই একটি মেলা চলছিল। পরিবারের এক সদস্যের কথায়, “ভেবেছিলাম ওরা হয়তো সেখানেই গিয়েছে। দেরি হলেও ফিরে আসবে নিশ্চয়ই।” কিন্তু পাশের গ্রামে গিয়েও যখন ওই তিন বোনকে খুঁজে পাওয়া যায়নি, তখন একটি নিখোঁজ ডায়েরি করেন পরিবারের লোকেরা।

Advertisement

শনিবার ভোরে ভাকরা নদীর ধারে ১৪ বছর বয়সী মেয়েটির দেহ মেলে। এক জনের দেহ মেলায় বাকিদের খোঁজে তল্লাশি চালায় পুলিশ। ওই দিন সকাল ৯টা নাগাদ মীরগঞ্জ সেতুর কাছে আরও একটি মেয়ের দেহ উদ্ধার করে পুলিশ। ওই দিন রাতে কয়েক কিলোমিটার দূরে নদীতে তৃতীয় মেয়েটির দেহ খুঁজে পায় পুলিশ।

পরিবারের অভিযোগ, তাঁদের মেয়েদের অপরহরণ করে খুন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই পরিবারের সঙ্গে গ্রামেরই কয়েক জনের জমিজমা সংক্রান্ত ব্যাপারে অনেক দিন ধরেই ঝামেলা চলছিল। খুনের পিছনে কোনও আক্রোশ আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

এই ঘটনাই ফের স্মৃতি উস্কে দিল ২০১৪-র ২৭ মে-র বদাউনে দুই বোনের হত্যার ঘটনা। তাঁদের গ্রামের কাছে একটি গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় ওই দুই কিশোরীকে। তাঁদের গণধর্ষণ করে খুন করার অভিযোগ ওঠে।

আরও খবর...

ত্রিপুরা জয়ে মমতার দূত অভিষেকও

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন