দুর্ঘটনাগ্রস্ত সেই স্কুলবাস। ছবি: সংগৃহীত।
জীবন দিয়ে চালকের তাড়াহুড়োর মূল্য চোকাল তিন পড়ুয়া। মঙ্গলবার সকালে তামিলনাড়ুর কাড্ডালোরের কাছে সম্মনকুপ্পমে একটি লেভেল ক্রসিং পেরোচ্ছিল একটি স্কুলবাস। সেই সময়ই রেললাইন ধরে ছুটে আসছিল একটি প্যাসেঞ্জার ট্রেন। নিমেষে স্কুলগাড়িটিকে ধাক্কা দিয়ে প্রায় ৫০ মিটার হিঁচড়ে নিয়ে যায় ট্রেনটি। রেলের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় দুই পড়ুয়ার। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় আরও এক পড়ুয়ার। গুরুতর জখম চালক এবং আরও দুই পড়ুয়া।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, তামিলনাড়ুর বিল্লুপুরম থেকে ময়িলাদুথুরাইয়ের উদ্দেশে যাচ্ছিল প্যাসেঞ্জার ট্রেনটি। স্থানীয়দের একাংশের বক্তব্য, গেট বন্ধ করার প্রক্রিয়া শুরু হয়ে গেলেও স্কুলগাড়ির চালক দ্রুত লাইন পেরোনোর চেষ্টা করেন। তার পরেই ঘটে দুর্ঘটনা। তড়িঘড়ি উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়রা। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়। স্থানীয় সূত্রে খবর, গাড়িটিতে চালক ছাড়াও ছিলেন মোট পাঁচ জন পড়ুয়া।
কী ভাবে স্কুলগাড়িটি ট্রেন আসার সময়ে রেললাইনে উঠে পড়ল, তা খতিয়ে দেখতে যৌথ ভাবে তদন্ত শুরু করেছেন রেল কর্তৃপক্ষ এবং স্থানীয় পুলিশ। রেলের বিবৃতিতে বলা হয়েছে, গাড়ির চালক জোর করে লাইন পেরোনোর চেষ্টা করেন। প্রত্যক্ষদর্শীরাও জানিয়েছেন, গেট বন্ধ করার সময় রেলকর্মীকে কার্যত বাধা দিয়ে লাইনে উঠে পড়েন চালক।
ইতিমধ্যেই আহতদের সাহায্য করতে বিশেষ ট্রেন পাঠিয়েছে রেল। সেই ট্রেনে রয়েছেন চিকিৎসকেরা। রয়েছে ওষুধ এবং অন্যান্য জরুরি সামগ্রীও। ঘটনাস্থলে গিয়েছেন রেলের বিভাগীয় ম্যানেজার (ডিআরএম) এবং অন্য আধিকারিকেরা।