সড়কে বনকর্মীদের ধাওয়া করল বাঘ

তেজপুরের দোলাবাড়িতে ছড়িয়েছে বাঘের আতঙ্ক। গত কাল বাঘের হানায় এক মহিলার মৃত্যু হয়। বনকর্মীরা চেষ্টা করেও বুড়াচাপড়ি অভয়ারণ্য থেকে বেরিয়ে আসা ওই বাঘটিকে ধরতে পারেননি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০১৬ ০১:৪৮
Share:

বনকর্মীদের গাড়ি ধাওয়া রয়্যাল বেঙ্গলের। তেজপুরে। — নিজস্ব চিত্র

তেজপুরের দোলাবাড়িতে ছড়িয়েছে বাঘের আতঙ্ক। গত কাল বাঘের হানায় এক মহিলার মৃত্যু হয়। বনকর্মীরা চেষ্টা করেও বুড়াচাপড়ি অভয়ারণ্য থেকে বেরিয়ে আসা ওই বাঘটিকে ধরতে পারেননি। রাতে রাস্তায় বাঘটি বনকর্মীদের তাড়া করে। দুই বনকর্মী ও এক টেম্পোচালককে জখম করে। সম্প্রতি যোরহাটে জনরোষের শিকার হয়ে একটি বাঘ মারা যায়। সশস্ত্র বনরক্ষীদের সামনেই বাঘটিকে মারার ভিডিও এনটিসিএ-র হাতে গিয়েছে। তাই তেজপুরের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক পুলিশ-প্রশাসন, বন দফতর। জারি হয়েছে ১৪৪ ধারা। মোতায়েন রয়েছে অতিরিক্ত বাহিনী। এ দিন বাঘ ধরার দাবিতে স্থানীয় মানুষ জাতীয় সড়ক অবরোধ করে। বনমন্ত্রী প্রমীলারানি ব্রহ্ম জানান, বাঘটির অবস্থান জানতে সেনাবাহিনীর কাছে ড্রোণ ব্যবহারের অনুমতি চাওয়া হয়েছে। বনকর্মীরা ব্যবহার করছেন নাইট-ভিশন যন্ত্র। ডিএফও রোহিনী বল্লভ শইকিয়া জানান, বাঘটি এখন তল কলিবাড়ি এলাকায় বিষ্ণু রাভার সমাধির কাছে আশ্রয় নিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement