Assam

সাংবাদিক খুন বান্ধবীর ফাঁসে, ফাঁস তদন্তে

পুলিশ জানতে পারে, তিন দিন আগে ভোরবেলা অফিস থেকে এক তরুণীকে বেরোতে দেখেছেন বাড়িওয়ালা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২০ ০২:২৭
Share:

প্রতীকী ছবি।

কয়লা মাফিয়া নয়, খোদ বান্ধবীর হাতেই খুন হয়েছেন তিনসুকিয়ার টিভি চ্যানেলের সাংবাদিক বিজনদীপ তাঁতি। তদন্তে এমনটাই জানতে পারল পুলিশ। শুধু তাই নয় সারারাত মৃতদেহের সঙ্গে এক ঘরে থেকে ভোরে ঘর থেকে বেরিয়ে যায় বান্ধবী। গ্রেফতার হয়েছে ওই তরুণী। আদালত তাকে ৫ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে।

Advertisement

এএসপি রিপুঞ্জয় কাকতি জানান, শনিবার ন-পুখুরি এলাকায় চ্যানেলের অফিস থেকে সাংবাদিক বিজনের গলিত দেহ মেলে। পুলিশ জানতে পারে, তিন দিন আগে ভোরবেলা অফিস থেকে এক তরুণীকে বেরোতে দেখেছেন বাড়িওয়ালা। সেই মতো তদন্তে নেমে পুলিশ ফিলোবাড়ির পুরনা বাজারের বাসিন্দা এক তরুণী ও তার বোনকে আটক করে।

পুলিশের দাবি, জেরায় বিজনের বান্ধবী খুনের কথা স্বীকার করেছে। জানিয়েছে, গত ৬ অগস্ট ওই অফিসে গিয়েছিল সে। ঝগড়ার জেরে রাত ১১টা নাগাদ সে একটি কেবল্ দিয়ে গলায় ফাঁস লাগিয়ে বিজনকে হত্যা করে। তদন্তের খাতিরে হত্যার কারণ জানায়নি পুলিশ। মেয়েটি জানায়, রাতে বেরোতে গিয়ে দেখে বাড়িওয়ালা সদর দরজা বন্ধ করে দিয়েছেন। তাই রাতে মৃতদেহের সঙ্গে এক ঘরেই কাটিয়ে সকালে দরজা খুলতেই সে বেরিয়ে যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement