টিপু সুলতানের প্রাসাদে খোদাই করে লেখা হল লরেন্স বিশ্নোইয়ের নাম। — ফাইল চিত্র।
টিপু সুলতানের প্রাসাদের দেওয়ালে খোদাই করে লেখা হল কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিশ্নোইয়ের নাম! সম্প্রতি কর্নাটকের চিক্কাবল্লাপুর তালুকের নন্দীগিরিধামে ঘটনাটি ঘটেছে। মঙ্গলবার বিষয়টি নজরে আসতেই নড়েচড়ে বসেছে প্রশাসন।
সংবাদমাধ্যম ‘ব্যাঙ্গালোর মিরর’-এর একটি প্রতিবেদন সূত্রে খবর, টিপু সুলতানের গ্রীষ্মকালীন প্রাসাদের নিরাপত্তার দায়িত্ব পর্যটন বিভাগ এবং জেলা পুলিশের তত্ত্বাবধানে রয়েছে। এলাকার রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে ভারতের পুরাতাত্ত্বিক সর্বেক্ষণ (এএসআই)-এর হাতে। তা সত্ত্বেও দেওয়ালে খোদাই করা লেখাটি প্রথমে কারও নজরে পড়েনি। কয়েক দিন পর বিষয়টি কিছু পর্যটকের নজরে আসে। তাঁরাই প্রাসাদের ওই অংশের ছবি তুলে সমাজমাধ্যমে পোস্ট করেন। এর পরেই নড়েচড়ে বসেন কর্তৃপক্ষ।
জানা গিয়েছে, টিপুর প্রাসাদের ঐতিহাসিক স্মৃতিস্তম্ভের গায়ে খোদাই করে গ্যাংস্টার লরেন্স বিশ্নোইয়ের নাম লেখা হয়েছে। ওই এলাকার আশপাশে একাধিক সিসিটিভি ক্যামেরা এবং নিরাপত্তা কর্মী মোতায়েন ছিলেন। তবে এই মুহূর্তে কোনও ক্যামেরাই চালু নেই। ফলে কে বা কারা ওই নাম লিখেছেন, তা জানতে বেশ বেগ পেতে হবে। ইতিমধ্যে শতাব্দীপ্রাচীন স্মৃতিস্তম্ভের নিরাপত্তা ব্যবস্থায় ফাঁক নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন নন্দীগিরিধামে আসা পর্যটকেরাও। দোষীদের চিহ্নিত করে শাস্তি দেওয়ার আর্জি জানিয়েছেন তাঁরা।