Derek O'Brien

পশ্চিমবঙ্গের বঞ্চনা নিয়ে সরব ডেরেক ও কাকলি

আজ অভিনব কায়দায় নরেন্দ্র মোদী সরকারকে বিঁধেছেন ডেরেক। অস্কারের প্রতিযোগিতায় যাওয়ার সুযোগ পাওয়া দশটি ভারতীয় সিনেমার কথা টেনে মোদী সরকারকে নিশানা করেছেন তিনি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৪১
Share:

ডেরেক ও’ব্রায়েন। —ফাইল চিত্র।

বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারে না। তাই রাজনৈতিক প্রতিহিংসা মেটাতে পশ্চিমবঙ্গ সরকারের উপর বেশি চাপ তৈরি করে। আজ রাষ্ট্রপতির বক্তৃতা নিয়ে আলোচনায় এই অভিযোগ করলেন তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন। পাশাপাশি লোকসভায় তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদারের বক্তব্য, কেন্দ্র পশ্চিমবঙ্গে অর্থনৈতিক অবরোধ তৈরি করছে। কেন্দ্রীয় আবাস যোজনার টাকা না ছাড়ার জন্য ১১ লক্ষ পরিবারের মাথায় এখনও ছাদ নেই।

আজ অভিনব কায়দায় নরেন্দ্র মোদী সরকারকে বিঁধেছেন ডেরেক। অস্কারের প্রতিযোগিতায় যাওয়ার সুযোগ পাওয়া দশটি ভারতীয় সিনেমার কথা টেনে মোদী সরকারকে নিশানা করেছেন তিনি। কৃষকদের দুর্দশার কথা বলতে গিয়ে ‘মাদার ইন্ডিয়া’, বেকারত্বের সমস্যা প্রসঙ্গে ‘অপুর সংসার’, চড়া কর আদায়ের প্রসঙ্গে ‘লগান’, ইডি, সিবিআই-এর মতো সরকারি সংস্থার অপব্যবহারের কথা বোঝাতে ‘নিউটনের’ মতো ছবির উল্লেখ করেছেন ডেরেক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন