Goa

Goa Election: প্রধানমন্ত্রীকে ‘ম্যাড়মেড়ে’ ভ্যালেন্টাইন্স ডে উপহার মহুয়ার, গোয়ার ভোটে রাজনৈতিক তরজা

সোমবার সারা দিন গোয়ার ভোটকে কেন্দ্র করে একে অন্যকে আক্রমণে বিজেপি, কংগ্রেস, তৃণমূল ও আপ। মোদীকে কটাক্ষপূর্ণ টুইট মহুয়ার।

Advertisement

সংবাদ সংস্থা

গোয়া শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২২ ১৮:৫৯
Share:

হিন্দু ভোট ভাগাভাগি মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক। ফাইল চিত্র।

এক দিনে চলছে তিন রাজ্যের বিধানসভা ভোট। এর মধ্যে গোয়া ও উত্তরাখণ্ডে এক দফাতেই মিটিয়ে ফেলা হচ্ছে ভোটপর্ব। সোমবার সারা দিন গোয়ার ভোটকে কেন্দ্র করে একে অন্যকে আক্রমণে বিজেপি, কংগ্রেস, তৃণমূল ও আপ।

Advertisement

গোয়ায় ৪০টি আসনে মোট ৩০১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি ও কংগ্রেস হলেও এই প্রথমবার সৈকত শহরে ভোট লড়ছে তৃণমূল। প্রতিযোগিতায় রয়েছে আম আদমি পার্টিও। ১১ লক্ষের বেশি ভোটার গোয়ায়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিকাল ৫টা পর্যন্ত ৭৫.২৯ শতাংশের উপর ভোট পড়েছে। গোয়ায় ভোট নিয়ে এ বার তৃণমূলের নাম করে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রত্যুত্তর দিতে দেরি করেনি ঘাসফুল শিবিরও।

সোমবার উত্তরপ্রদেশের কানপুরের সভা থেকে তৃণমূলকে নিশানা করেন মোদী। তাঁর কথায়, ‘‘গোয়ায় হিন্দু ভোট ভাগাভাগি করার কথা স্বীকারই করে নিয়েছে তৃণমূল। এ ব্যাপারে নির্বাচন কমিশনের নজর দেওয়া উচিত।’’ প্রসঙ্গত, ভোট আবহে সৈকত শহরে তৃণমূল সাংসদ তথা গোয়ায় দলের দায়িত্বপ্রাপ্ত মহুয়া মৈত্র বলেছিলেন তৃণমূলের জোটসঙ্গী মহারাষ্ট্রবাদী গোমন্তক হিন্দু পার্টি হিন্দু ভোট ভাগ রুখে দেবে। তাদের বিরুদ্ধে উত্তর গোয়ার অন্তত ১৪টি আসনে বিজেপি-কে সরাসরি লড়াই করতে হবে। এই প্রেক্ষিতেই মোদীর এই মন্তব্য বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Advertisement

সোমবার দুপুরে টুইটারে পাল্টা প্রধানমন্ত্রীকে নিশানা করেছেন মহুয়া। তৃণমূল সাংসদের কটাক্ষপূর্ণ টুইট, ‘নিজের সুবিধামতো সত্যিকে পাল্টাতে ওস্তাদ গেরুয়া বাবুরা। তবে এক দিক থেকে আমি খুশি যে মাননীয় প্রধানমন্ত্রী ও তাঁর ট্রোল বাহিনীকে উত্তেজিত করার মতো একটি ম্যাড়ম্যাড়ে ভ্যালেন্টাইন্স ডে উপহার দিতে পেরেছি।’

ভোটের ২৪ ঘণ্টা আগে গোয়ার স্থানীয় খবরের চ্যানেলের ‘স্টিং অপারেশন’কে কেন্দ্র করে বিতর্ক দানা বেঁধেছে। ওই ভিডিয়ো ফুটেজে দাবি করা হয়, গোয়ায় ক্ষমতায় আসতে প্রয়োজনে ভোটের পর ঘোড়া কেনাবেচা হবে বলে আলোচনা করেছে তৃণমূল ও কংগ্রেস। ভিডিয়ো ফুটেজে তৃণমূলের চার্চিল আমনকর ও কংগ্রেস নেতা সাভিয়ো ডি’সিলভা রয়েছেন বলে দাবি করা হয়েছে। যদিও এই ‘স্টিং অপারেশন’ ভুয়ো বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল ও কংগ্রেস দুই দলই। গোয়া কংগ্রেসের তরফে অভিযোগ, বিজেপি এবং আম আদমি পার্টির মিলিত ষড়যন্ত্রের ফল এই ‘ভুয়ো ভিডিয়ো’। এ নিয়ে নির্বাচন কমিশনকে পদক্ষেপের আর্জি জানিয়েছে তারা। তবে সোমবার মোটের উপর শান্তিপূর্ণ ভাবেই শেষ মিটেছে গোয়া ভোট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন