Jammu-Kashmir Terror Attack

কাশ্মীরে সুরক্ষার গর্ব অসার, দাবি তৃণমূলের

কাশ্মীরকে নিরাপত্তার স্বর্গরাজ্য হিসেবে তুলে ধরার যে প্রয়াস গত কয়েক বছর ধরে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ করে চলেছেন, তার অসারতা প্রকট হয়ে গিয়েছে বলে দাবি করে দিল্লিতে সরব তৃণমূল নেতৃত্ব।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ মে ২০২৫ ০৭:৪৭
Share:

—ফাইল চিত্র।

কাশ্মীরকে নিরাপত্তার স্বর্গরাজ্য হিসেবে তুলে ধরার যে প্রয়াস গত কয়েক বছর ধরে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ করে চলেছেন, তার অসারতা প্রকট হয়ে গিয়েছে বলে দাবি করে দিল্লিতে সরব তৃণমূল নেতৃত্ব। দলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন-এর ব্যাখ্যায়, ‘‘মোদী সরকার কাশ্মীরের পর্যটকদের সংখ্যার বিজ্ঞাপন করে উপত্যকা যে স্বাভাবিক তা বোঝানোর চেষ্টা করে গিয়েছে। পাশাপাশি সংসদে বারবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মুখ খুলেছেন এই নিয়ে। ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের পর জম্মু ও কাশ্মীর উন্নয়ন এবং নিরাপত্তায় ভেসে যাচ্ছে, এমনটাই ছিল বিজেপি নেতৃত্বের দাবি। শুধু তাই নয়, বারবার সংসদীয় দলের স্থায়ী কমিটিকে কাশ্মীরে পাঠানো হয়েছে এই একই উদ্দেশ্যে। পহেলগামে যে দিন হামলা হচ্ছে, সে দিন গুলমার্গে পাবলিক অ্যাকাউন্টস কমিটির বৈঠক রাখা হয়েছিল। এক সপ্তাহ পরেই ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের স্থায়ী কমিটির বৈঠক, যা সন্ত্রাসের পর বাতিল হয়ে যায়।’’ ডেরেকের বক্তব্য, ‘‘আমরা আগেই বলেছিলাম এখানে নিরাপত্তার যে ভাষ্য সরকার তৈরি করছে, তা নকল। কেনই বা ওখানে গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের বৈঠক করতে হবে? শুধুমাত্র সরকার যাতে নিজেদের ঢাক পেটাতে পারে? আসলে পরিস্থিতি কী, তা স্পষ্ট হয়ে গিয়েছে।’’

রাজনৈতিক সূত্রের খবর, পহেলগামের ঘটনার কিছু দিন আগেই গুলমার্গে পঁচিশতম বিবাহবার্ষিকী পালন করে এসেছিলেন বিজেপির লোকসভা সাংসদ নিশিকান্ত দুবে। তৃণমূল তথা কংগ্রেসের সঙ্গে তীব্র বাগযুদ্ধে জড়িয়ে পড়া দুবের আমন্ত্রণে এই দুই দলের কোনও সদস্যই ওই অনুষ্ঠানে যোগ দেননি। তৃণমূল নেতৃত্বের বক্তব্য, বেছে বেছে গুলমার্গেই ওই অনুষ্ঠানটি করেছিলেন দুবে, যাতে জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা নিয়ে প্রচার করা যায়। এখন তাঁদের মুখ বন্ধ হয়ে গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন