Sensex

ফের শেয়ার বাজারে ধস, গত ৫ মাসে সর্বনিম্ন নিফটি

বেদান্ত, জেএসডব্লিউ স্টিল, স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া, টাটা মোটর্‌স, টাটা স্টিল, হিন্ডালকো, ভারতী এয়ারটেলের মতো সংস্থার শেয়ারের দাম এ দিন সবচেয়ে বেশি পড়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৯ ২০:৫৬
Share:

শেয়ার বাজারে ধস। ফাইল চিত্র।

বাজেটের পর থেকেই নিম্নমুখী শেয়ার বাজার। নামতে নামতে বৃহস্পতিবার অগস্টের প্রথম দিনেই মুখ থুবড়ে পড়ল সেনসেক্স নিফটি। এক সময় প্রায় ৮০০ পয়েন্ট নেমে মুম্বই শেয়ার সূচক নেমে যায় ৩৭০০০-এরও নীচে। কিছুটা উপরে উঠে দিনের শেষে ৩৭ হাজারের উপরে থাকলেও অদূর ভবিষ্যতে ধরে রাখা কঠিন বলেই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। সেনসেক্সের সঙ্গে তাল মিলিয়ে নিফটিরও নিম্নগতি বজায় ছিল বৃহস্পতিবার। সূচক নেমেছে ১১ হাজারেরও নীচে। দিনের শেষে সেনসেক্স ৩৭০১৮, নিফটি ১০৯৮০-তে।

Advertisement

বেদান্ত, জেএসডব্লিউ স্টিল, স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া, টাটা মোটর্‌স, টাটা স্টিল, হিন্ডালকো, ভারতী এয়ারটেলের মতো সংস্থার শেয়ারের দাম এ দিন সবচেয়ে বেশি পড়েছে। টপ গেইনারের তালিকায় মারুতি সুজুকি, ভারতী ইনফ্রাটেল, উইপ্রো, রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ এবং পাওয়ার গ্রিডের মতো সংস্থার শেয়ার থাকলেও বৃদ্ধি খুব বেশি নয়।

শেয়ার বাজার বিশেষজ্ঞরা বলছেন, এ দিন কিছুটা দোলাচলে ছিল ইউএস ফেডারেল রিজার্ভ। তা ছাড়া, বিনিয়োগকারীদের থেকে উচ্চ হারে কর আদায়ের নীতিও প্রভাব ফেলেছে বাজারে। তবে চলতি অর্থবর্ষেই বাজারের হাল ফিরবে বলে মনে করছেন তাঁরা।

Advertisement

আরও পড়ুন: উন্নাও মামলা সরল দিল্লিতে, নির্যাতিতাকে ২৫ লক্ষ টাকা সাহায্যের নির্দেশ সুপ্রিম কোর্টের​

আরও পড়ুন: উন্নাও কাণ্ডে ‘ব্যবস্থা’ বিজেপির, অভিযুক্ত বিধায়ককে দল থেকে বহিষ্কার​

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন