গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
চিনের তিয়ানজিন শহরে এসসিও সম্মেলনের দ্বিতীয় দিন আজ। প্রথা মেনে সম্মেলনের শেষে যৌথ বিবৃতি পেশ করবে সদস্য দেশগুলি। সেই বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর শুল্কনীতিকে তোপ দেগে কিছু বলা হয় কি না, সে দিকে নজর রয়েছে গোটা বিশ্বের। অন্য দিকে, আজই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দু’দিনের চিন সফর শেষ হচ্ছে। এসসিও বৈঠকে তিনি কী বলেন, কোনও রাষ্ট্রপ্রধানের সঙ্গে পার্শ্ববৈঠক করেন কি না, সে দিকে আজ নজর থাকবে।
আজ বিহারে বিশেষ নিবিড় সমীক্ষা মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। ৩৫ লক্ষ লোকের নাম বাদ যাওয়া নিয়ে মামলা শুনছে শীর্ষ আদালত। এর আগে আধার কার্ড নিয়ে আবেদন জানানোর কথা বলেছিল আদালত। আজ নাম বাদ পড়া নিয়ে অভিযোগ জানানোর শেষ দিন। ইতিমধ্যে কয়েক হাজার অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনের কাছে। এই অবস্থায় অভিযোগ জানানোর সময়সীমা বৃদ্ধি চেয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়। বেলা ১১টা নাগাদ বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে শুনানি রয়েছে। এই অবস্থায় আজ কী হয় সে দিকে নজর থাকবে।
জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলপ্রকাশের জট আগেই কেটেছে। এ বার ওবিসি সার্টিফিকেট বাতিল নিয়ে আরও কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে সুপ্রিম কোর্টে। আজ ওই মামলাগুলির শুনানি হতে পারে শীর্ষ আদালতে। বেলা ১১টা নাগাদ প্রধান বিচারপতি বিআর গবইয়ের বেঞ্চে ওই মামলার শুনানি হবে। আজ সেখানে কী হয় সে দিকে নজর থাকবে।
আজ থেকে শুরু হচ্ছে বিধানসভার বিশেষ অধিবেশন। দ্বিতীয়ার্ধে অধিবেশন শুরু। তার আগে প্রথমার্ধে বসবে সর্বদল বৈঠক এবং কার্যবিবরণী কমিটির বৈঠক। সেখানেই ঠিক হবে বিধানসভা অধিবেশনের কর্মসূচি। যদিও আজ বিধানসভার অধিবেশন শোকপ্রস্তাবের পর মুলতুবি হয়ে যাবে। আগামিকাল ও বৃহস্পতিবার বিধানসভার অধিবেশন বাংলা ভাষা ও পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের ওপর বিজেপিশাসিত রাজ্যে হামলার ঘটনা থেকে শুরু করে বিশেষ নিবিড় সমীক্ষার বিরুদ্ধে প্রস্তাব এনে আলোচনা হবে।
দেশের মাটিতে হকি এশিয়া কাপে পর পর দু’ম্যাচ জিতেছে ভারত। চিন ও জাপানকে হারিয়ে ইতিমধ্যেই সুপার ফোর-এ উঠেছে তারা। আজ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি কাজাখস্তান। প্রথম দুই ম্যাচে তারা ২০ গোল খেয়েছে। দুর্বল কাজাখস্তানের বিরুদ্ধে গোলসংখ্যা বাড়িয়ে নিতে চাইবেন হরমনপ্রীত সিংহেরা। আজ সন্ধ্যা ৭.৩০ মিনিটে শুরু খেলা। সরাসরি দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।
জয় দিয়ে ভারতের ফুটবল দলের কোচের কেরিয়ার শুরু করেছেন খালিদ জামিল। কাফা নেশনস কাপে প্রথম ম্যাচে তাজিকিস্তানকে হারিয়েছে ভারত। আজ কঠিন পরীক্ষা খালিদের সামনে। প্রতিপক্ষ ইরান নিয়মিত বিশ্বকাপে খেলা দল। তাদের সামনে ভারত কেমন খেলে সে দিকে নজর ফুটবলপ্রেমীদের। আজ খেলা শুরু বিকাল ৫.৩০ মিনিট থেকে। সরাসরি দেখা যাবে ফ্যানকোড অ্যাপে।
৩০ অক্টোবরের মধ্যে নতুন সংবিধান তৈরি না হলে আবার নির্বাসিত করা হতে পারে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে। সংবিধানের বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। আজ দেশের শীর্ষ আদালত সেই বিষয়ে রায় ঘোষণা করতে পারে। এই রায়ের উপর নির্ভর করছে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ।
ইউএস ওপেনের প্রি-কোয়ার্টার ফাইনাল চলছে। আজ নামবেন পুরুষদের শীর্ষবাছাই ইয়ানিক সিনার। আলেকজ়ান্ডার বুবলিকের বিরুদ্ধে খেলবেন তিনি। আজ খেলা রয়েছে মহিলাদের দ্বিতীয় বাছাই ইগা শিয়নটেক ও তৃতীয় বাছাই কোকো গফের। ইকাটেরিনা আলেকজ়ান্দ্রোভার বিরুদ্ধে খেলবেন শিয়নটেক। গফের ম্যাচ রয়েছে নাওমি ওসাকার বিরুদ্ধে। খেলা শুরু রাত ৮.৩০ মিনিট থেকে। সব খেলা সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে আগামিকাল নাগাদ তৈরি হতে পারে নিম্নচাপ অঞ্চল। তার প্রভাবেই দক্ষিণবঙ্গে আবার ঝড়বৃষ্টি শুরু হতে পারে আজ থেকে। আজ ঝড়বৃষ্টির জন্য কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। ওই চার জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।