News Of The Day

পহেলগাঁও কাণ্ড: প্রত্যাঘাতের শঙ্কায় পাক-প্রস্তুতি। আইপিএলে কোহলি বনাম ধোনি। আর কী কী নজরে

ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। নয়াদিল্লিতে ঘন ঘন উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে গত কয়েক দিনে। ইসলামাবাদের ছবিও প্রায় একই রকম। প্রায় প্রতি দিনই পাকিস্তানের বিরুদ্ধে কোনও না-কোনও পদক্ষেপ করছে ভারত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ মে ২০২৫ ০৭:৫৫
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পহেলগাঁও কাণ্ড: ভারতীয় প্রত্যাঘাতের শঙ্কায় পাক-প্রস্তুতি, কী ভাবছে ভারত

Advertisement

পহেলগাঁও কাণ্ডের পর থেকেই ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক তলানিতে ঠেকেছে। পহেলগাঁও কাণ্ডে সীমান্তপারের যোগ রয়েছে বলে অভিযোগ তুলেছে ভারত। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। উদ্ভূত পরিস্থিতিতে ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। নয়াদিল্লিতে ঘন ঘন উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে গত কয়েক দিনে। ইসলামাবাদের ছবিও প্রায় একই রকম। প্রায় প্রতি দিনই পাকিস্তানের বিরুদ্ধে কোনও না-কোনও পদক্ষেপ করছে ভারত। শুক্রবার প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফের ইউটিউব চ্যানেল ভারতে বন্ধ করার সিদ্ধান্ত নেয় নরেন্দ্র মোদী সরকার। এ ছাড়াও জরুরি ভিত্তিতে অবতরণ ও উড়ানের মহড়া দিয়েছে ভারতীয় বায়ুসেনা। শুক্রবার উত্তরপ্রদেশের সহারনপুরে গঙ্গা এক্সপ্রেসের উপর নির্মিত এয়ারস্ট্রিপে ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমানের অবতরণ এবং উড়ানের অনুশীলন হয়েছে বলে সরকারি সূত্রের খবর। পহেলগাঁও কাণ্ডের পর গত এক সপ্তাহ ধরে প্রতি রাতেই কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে যাচ্ছে পাকিস্তানি সেনা। প্রয়োজন অনুসারে জবাব দিচ্ছে ভারতীয় সেনাও। আজ এই সংক্রান্ত যাবতীয় খবরের দিকে নজর থাকবে।

আইপিএলে কোহলি বনাম ধোনি, মুখোমুখি বেঙ্গালুরু ও চেন্নাই

Advertisement

আইপিএলে আজ বিরাট কোহলি বনাম মহেন্দ্র সিংহ ধোনি লড়াই। কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু খেলবে ধোনির চেন্নাই সুপার কিংসের সঙ্গে। চেন্নাই সকলের আগে আইপিএল থেকে বিদায় নিয়েছে। ১০টি ম্যাচ খেলে মাত্র দু’টি জিতেছে ধোনির দল। কোহলিরা ১০টি ম্যাচের সাতটিতে জিতেছেন। পর পর তিনটি ম্যাচে জিতে প্লে-অফের দৌড়ে রয়েছে বেঙ্গালুরু। আজ জিতলে কোহলিরা শীর্ষে চলে আসতে পারেন। খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আর্জেন্টিনা এবং চিলিতে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি

শুক্রবার সন্ধ্যায় চিলি এবং আর্জেন্টিনার দক্ষিণ উপকূলে তীব্র ভূমিকম্প হয়েছে। আমেরিকার জিয়োলজিক্যাল সার্ভের রিপোর্ট অনুযায়ী, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৪। কম্পনের পরেই ওই এলাকায় জারি হয়েছে সুনামির সতর্কতা। দেশের দক্ষিণের ম্যাগেলান উপকূলের বাসিন্দাদের যত দ্রুত সম্ভব অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বরিকও বাসিন্দাদের ওই এলাকা খালি করে দিতে অনুরোধ করেছেন। আজ সেখানকার পরিস্থিতির দিকে নজর থাকবে।

অগ্নিকাণ্ড: শহরের একের পর এক ঘটনায় কী ব্যবস্থা নিচ্ছে প্রশাসন?

কলকাতায় গত কয়েক দিনে পর পর অগ্নিকাণ্ডের ঘটনা প্রকাশ্যে এসেছে। শুক্রবারও সল্টলেকের সেক্টর ফাইভে একটি রাসয়নিক কারখানায় আগুন লাগে। তার আগে চিনার পার্ক, বড়বাজারের মতো ঘটনা ঘটেছে। পুলিশ-প্রশাসন এই নিয়ে বেশ কিছু পদক্ষেপও করেছে। কলকাতার ‘রুফ টপ ক্যাফে’ বন্ধের নির্দেশ দিয়েছে পুরসভা। একই সঙ্গে মেছুয়া বাজারের অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তও করছে পুলিশ। এখনও পর্যন্ত এই ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে। আজ শহরের এই সংক্রান্ত পরিস্থিতির খবরে নজর থাকবে।

আজও ভিজবে দক্ষিণবঙ্গ? কী বলছে হাওয়া অফিস

সকালে রোদের তেজ। তবে বিকেল গড়াতেই সেই ছবি পাল্টে যাচ্ছে। আকাশের দখল নিচ্ছে কালো মেঘ। বৃষ্টি হচ্ছে কলকাতা এবং শহরতলির বিস্তীর্ণ অংশে। শুধু তা-ই নয়, সেই সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাত। আজও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। শহরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার গতি হতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার। এ ছাড়া কয়েকটি জেলায় হাওয়ার গতি ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছোতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement