News Of The Day

কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের বৈঠকে মোদী। কোহলি-শ্রেয়সদের খবর। ফরাসি ওপেন। আবহাওয়া। আর কী নজরে

আজ কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কয়েক দিন পরেই বিজেপি নেতৃত্বাধীন তৃতীয় এনডিএ সরকারের বর্ষপূর্তি। তার আগে আজ মন্ত্রী পরিষদের বৈঠকে প্রধানমন্ত্রী কী বার্তা দেন, সে দিকে নজর থাকবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুন ২০২৫ ০৭:৫৫
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কী বার্তা দেবেন

Advertisement

আজ কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কয়েক দিন পরেই বিজেপি নেতৃত্বাধীন তৃতীয় এনডিএ সরকারের বর্ষপূর্তি। তার আগে আজ মন্ত্রী পরিষদের বৈঠকে প্রধানমন্ত্রী কী বার্তা দেন, সে দিকে নজর থাকবে। ‘অপারেশন সিঁদুর’ এবং সাম্প্রতিক ভারত-পাক সংঘাতের পরে ভারতীয় সেনার সাফল্যের কথা বিভিন্ন সভা-সমাবেশে তুলে ধরেছেন মোদী। জাতির উদ্দেশে ভাষণ হোক বা রাজনৈতিক সভা, এমনকি ‘মন কী বাত’ কর্মসূচি— সর্বত্রই এই সাফল্যের কথা শোনা গিয়েছে তাঁর মুখে। আজকের বৈঠকেও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ের প্রসঙ্গ উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

আইপিএল শেষ হলেও কাটেনি রেশ, কোহলি-শ্রেয়সদের খবর

Advertisement

আইপিএল শেষ। নতুন চ্যাম্পিয়ন পেল কোটিপতি লিগ। প্রতিযোগিতা শেষ হলেও কাটেনি আইপিএলের রেশ। ফাইনালের পর কী বলছেন বিরাট কোহলি-শ্রেয়স আয়ারেরা? থাকছে সব খবর।

গাজ়ায় অব্যাহত ইজ়রায়েলি হামলা! বাড়ছে ক্ষুধার্তের সংখ্যা

গত কয়েক দিন ধরেই ইজ়রায়েলি বাহিনীর বিরুদ্ধে ত্রাণশিবিরমুখী জনতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠে এসেছে। মঙ্গলবারও ইজ়রায়েলি সেনার বিরুদ্ধে একই অভিযোগ তুলেছেন গাজ়া প্রশাসনের স্বাস্থ্য কর্তৃপক্ষ। তাঁদের দাবি, একটি ত্রাণশিবিরের কাছে ইজ়রায়েলি বাহিনীর গুলিতে অন্তত ২৭ জন প্যালেস্টাইনি নিহত হয়েছেন। গাজ়া ভূখণ্ডে ত্রাণশিবিরের কাছাকাছি গুলি চলার একের পর এক অভিযোগ নিয়ে উদ্বিগ্ন রাষ্ট্রপুঞ্জও। অন্য দিকে, আমেরিকার দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাবে ‘না’ জানিয়ে দিয়েছে হামাস। ফলে এখনই গাজ়ায় শান্তি ফেরানোর কোনও সম্ভাবনা নেই বলে মনে করছে অনেকে। আজ যুদ্ধবিধ্বস্ত গাজ়ার পরিস্থিতির দিকে নজর থাকবে।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ফরাসি ওপেন: কোয়ার্টার ফাইনালে খেলবেন জ়োকেভিচ, সিনার, গফ

ফরাসি ওপেনে আজ পুরুষ ও মহিলাদের দু’টি করে কোয়ার্টার ফাইনাল ম্যাচ। পুরুষদের কোয়ার্টারে মুখোমুখি শীর্ষ বাছাই ইয়ানিক সিনার ও অবাছাই আলেকজান্ডার বুবলিক। অন্য কোয়ার্টার ফাইনালে খেলবেন ষষ্ঠ বাছাই নোভাক জ়োকোভিচ ও তৃতীয় বাছাই আলেকাজান্ডার জ়েরেভ। মহিলাদের সিঙ্গলসে দ্বিতীয় বাছাই কোকো গফের সামনে সপ্তম বাছাই মেডিসন কিস। অন্য কোয়ার্টার ফাইনালে ষষ্ঠ বাছাই মিরা আন্দ্রিভা ও লইস বইসঁ মুখোমুখি। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি, দক্ষিণে তাপপ্রবাহ

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণাবর্তের প্রভাবে মাঝেমধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণের কয়েকটি জেলায়। তবে তাতে গরম কমবে না। উল্টে বেশ কিছু জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। গরমে সাধারণ মানুষকে সতর্ক থাকারও পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। উত্তরের প্রায় সব জেলাতেই চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। আজও কলকাতা-সহ দক্ষিণের কিছু জেলায় এই অস্বস্তি বজায় থাকবে। দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে থাকবে অস্বস্তিকর গরম। তবে মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের সব জেলায় বুধবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি (৭ সেন্টিমিটারের বেশি) হতে পারে।

মাঠে নামছেন সুনীল-শুভাশিসেরা, হংকংয়ের বিরুদ্ধে ভারতের ম্যাচ

আজ আবার মাঠে নামছে ভারতীয় ফুটবল দল। সুনীল ছেত্রী, শুভাশিস বসুদের খেলতে হবে তাইল্যান্ডের সঙ্গে। ১০ জুন হংকংয়ের বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে নামার আগে এটি ভারতীয় দলের প্রস্তুতি ম্যাচ। খেলা শুরু সন্ধ্যা ৬টা। খেলা দেখা যাবে ফ্যানকোড অ্যাপে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement