News Of The Day

ভারত-পাক উত্তেজনার মধ্যেই চলছে ঘাতকদের খোঁজ, কোন পথে তদন্ত। ইডেনে কি উঠবে বৈভব-ঝড়। আর কী

পাকিস্তানি পণ্যের সব ধরনের আমদানি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। পাকিস্তানের পতাকা-সহ কোনও পণ্যবাহী জাহাজ ভারতীয় বন্দরগুলিতে প্রবেশ করতে পারবে না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ মে ২০২৫ ০৭:৫৭
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যেই চলছে ঘাতকদের খোঁজ, কোন পথে তদন্তের অগ্রগতি

Advertisement

পহেলগাঁও হত্যাকাণ্ডের পর থেকে ভারত-পাকিস্তান উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পেয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে নতুন করে আরও বেশ কিছু পদক্ষেপ করেছে ভারত। পাকিস্তানি পণ্যের সব ধরনের আমদানি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। পাকিস্তানের পতাকা-সহ কোনও পণ্যবাহী জাহাজ ভারতীয় বন্দরগুলিতে প্রবেশ করতে পারবে না। পাকিস্তান থেকে ডাকযোগে পাঠানো চিঠি এবং পার্সেলও ভারতে আর ঢুকতে দেওয়া হবে না। এই পরিস্থিতিতে পাকিস্তান নতুন করে কোনও পদক্ষেপ করে কি না, সে দিকে নজর থাকবে আজ। পাশাপাশি, পহেলগাঁওয়ের ঘটনায় জড়িত জঙ্গিদের খোঁজেও তল্লাশি অভিযান শুরু হয়েছে। এরই মধ্যে শনিবার খবর ছড়ায়, জঙ্গিরা শ্রীলঙ্কায় পৌঁছে গিয়ে থাকতে পারে। গোয়েন্দা সূত্রে সেই খবর পাওয়ার পরেই শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর বিমানবন্দরে তল্লাশি অভিযান চালায় সে দেশের প্রশাসন। তবে জঙ্গিদের খোঁজ মেলেনি। অন্য দিকে, জাতীয় তদন্তকারী সংস্থা এআইএ-ও পহেলগাঁও কাণ্ডে তদন্ত চালিয়ে যাচ্ছে। পহেলগাঁও পরবর্তী ঘটনাক্রমের দিকে নজর থাকবে আজ।

ইডেনে উঠবে বৈভব-ঝড়? কেকেআর-রাজস্থান ম্যাচ

Advertisement

আইপিএলে আজ কলকাতা দেখতে পারবে বৈভব সূর্যবংশীর খেলা। ইডেনে কেকেআরের সামনে বৈভবের রাজস্থান রয়্যালস। কলকাতার সামনে এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিততে না পারলে প্লে-অফে ওঠার ক্ষেত্রে জোর ধাক্কা খাবে অজিঙ্ক রাহানের দল। বৈভবেরা অবশ্য শেষ চারের দৌড় থেকে ছিটকে গিয়েছেন। ইডেনে খেলা শুরু বিকেল ৩:৩০ থেকে। এরপর রয়েছে প্লে-অফে ওঠার লড়াইয়ে আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাচ। পঞ্জাব কিংস খেলবে লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে। পর পর দু’টি ম্যাচ হেরে পিছিয়ে পড়েছে সঞ্জীব গোয়েন‌্কার লখনউ। তাদের ১০ ম্যাচে ১০ পয়েন্ট। পঞ্জাবের ১০ ম্যাচে ১৩ পয়েন্ট। এই ম্যাচ সন্ধ্যা ৭:৩০ থেকে। দু’টি ম্যাচই দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বাংলাদেশে চিন্ময়কৃষ্ণের জামিন স্থগিত চেয়ে মামলা, শুনানি হবে কি?

বাংলাদেশের জেলে বন্দি সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের জামিন সংক্রান্ত মামলার শুনানির সম্ভাবনা রয়েছে আজ। গত বুধবার তাঁকে জামিন দিয়েছিল বাংলাদেশের হাই কোর্ট। কিন্তু ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সে দেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দ্বারস্থ হয়েছে প্রশাসন। চিন্ময়কৃষ্ণের জামিনের উপর স্থগিতাদেশ চেয়ে আবেদন জানিয়েছে তারা। বাংলাদেশি সংবাদমাধ্যম ‘প্রথম আলো’র প্রতিবেদন অনুসারে, আজ ওই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের সংখ্যালঘু নেতা চিন্ময়কৃষ্ণের জামিন বাতিলের দাবিতে শুক্রবার চট্টগ্রামে বিক্ষোভ দেখিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব। এই অবস্থায় আজ বাংলাদেশের সুপ্রিম কোর্টে চিন্ময়ের জামিন সংক্রান্ত মামলা শুনানির জন্য উঠলে কী নির্দেশ দেওয়া হয়, সে দিকে নজর থাকবে।

চন্দননগরে ধৃত পাকিস্তানি বৃদ্ধা জেলে! কী বলছে পরিবার-প্রতিবেশীরা

৪৫ বছর ধরে ভারতে আছেন। তবে আদতে তিনি পাকিস্তানের রওয়ালপিন্ডির বাসিন্দা। শনিবার সেই পাকিস্তানি ফতেমা বিবিকে গ্রেফতার করেছে চন্দননগর পুলিশ। পুলিশ সূত্রে খবর, ১৯৮০ সালে পর্যটন ভিসা নিয়ে বাবার সঙ্গে ভারতে এসেছিলেন ফতেমা। ১৯৮২ সালে মুজফ্‌ফর মল্লিক নামে চন্দননগরের এক বেকারি মালিকের সঙ্গে তাঁর বিয়ে হয়। যদিও পুলিশের খাতায় ভিসা নিয়ে ভারতে আসার এক বছর পরেই নিখোঁজ ছিলেন ফতেমা। সম্প্রতি জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গিহানার প্রেক্ষিতে ভারত সরকার পাকিস্তানি নাগরিকদের নিজেদের দেশে ফিরে যেতে নির্দেশ দিয়েছে। যাঁরা পাকিস্তান থেকে ভারতে এসে রয়ে গিয়েছেন, তাদের খোঁজ শুরু হয়েছে। এই আবহে শনিবার চন্দননগরের কুঠির মাঠের পাশে মসজিদের পিছনে মুজফ্ফরের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে ফতেমাকে। শনিবারই তাঁকে আদালতে হাজির করানো হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। ফতেমার গ্রেফতারি নিয়ে কী বলছে তাঁর পরিবার এবং প্রতিবেশীরা, আজ সেই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।

ঝড়বৃষ্টির পূর্বাভাস! কমলা সতর্কতা জারি সাত জেলায়

গত কয়েক দিন ধরেই রাজ্যের (বিশেষত দক্ষিণবঙ্গে) বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টি হচ্ছে। সকালের দিকে আকাশ পরিষ্কার থাকে, তবে সন্ধ্যা গড়াতেই আবহাওয়ার পরিবর্তন ঘটে। আকাশ কালো করে নেমে আসে বৃষ্টি। সেই সঙ্গে বইতে থাকে ঝোড়ো হাওয়া। শনিবারও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা ভিজেছে। আজও ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement