গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
আমেরিকার শুল্কনীতি ঘিরে কূটনৈতিক টানাপড়েনের মাঝে সম্প্রতি চিন সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে চিনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক হয়েছে তাঁর। বস্তুত, চিন এবং ভারত— দু’দেশই রাশিয়ার কাছ থেকে তেল কেনে। মস্কোর কাছ থেকে ভারত ও চিনের তেল কেনায় আপত্তি রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এই আবহে শুক্রবার মোদী, পুতিন এবং জিনপিঙের ওই সম্মেলনের একটি ছবি পোস্ট করেন ট্রাম্প। ওই পোস্টের সঙ্গে তিনি লেখেন, ‘‘মনে হচ্ছে, আমরা ভারত আর রাশিয়াকে গভীরতম, অন্ধকারতম চিনে হারিয়ে ফেলেছি। ওদের ভবিষ্যৎ দীর্ঘ ও সমৃদ্ধ হোক, এই কামনা করি।’’ এই অবস্থায় ট্রাম্পের কূটনৈতিক সমীকরণের দিকে নজর থাকবে আজ।
ইউএস ওপেন টেনিসে আজ মহিলাদের সিঙ্গলস ফাইনাল। লড়াই শীর্ষ বাছাই অ্যারিনা সাবালেঙ্কা এবং অষ্টম বাছাই আমান্ডা আনিসিমোভার। সাবালেঙ্কা এ বার জিতলে পর পর দু’বার ইউএস ওপেনে চ্যাম্পিয়ন হবেন। সেরিনা উইলিয়ামসের পর আর কারও এই কৃতিত্ব নেই। আজ খেলা শুরু রাত ১:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
আজ এবং রবিবার কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে জেলার সর্বত্র বৃষ্টি হবে না। এই দু’দিন কোথাও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। ফলে সপ্তাহান্তে পুজোর কেনাকাটায় খুব একটা সমস্যা তৈরি হবে না বলেই মনে করা হচ্ছে। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।
দলীপ ট্রফির দু’টি সেমিফাইনালের আজ তৃতীয় দিনের খেলা। উত্তরাঞ্চলের বিরুদ্ধে ৫৩৬ রান তুলেছে দক্ষিণাঞ্চল। অন্য ম্যাচে পশ্চিমাঞ্চলের ৪৩৮ রানের জবাবে মধ্যাঞ্চল ২ উইকেটে ২২৯। আজ শেষ দিন জানা যাবে ফাইনালে উঠল কারা। সকাল ৯:৩০ থেকে খেলা শুরু।
এশিয়া কাপ হকিতে সুপার ফোর পর্বে আজ শেষ ম্যাচ খেলতে নামছে ভারত। হরমনপ্রীত সিংহের দলের সামনে চিন। সুপার ফোর পর্বে শীর্ষে রয়েছে ভারত। তাদের ৪ পয়েন্ট। এ পর রয়েছে চিন (৩), মালয়েশিয়া (৩), দক্ষিণ কোরিয়া (১)। ভারত-চিন ম্যাচ সন্ধ্যা ৭:৩০ থেকে। তার আগে বিকেল ৫টায় মুখোমুখি দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।