গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
প্রথমে ২৫ শতাংশ। তার পরে আরও ২৫ শতাংশ। আমেরিকার বাজারে ভারতীয় পণ্যের উপর শুল্কের হার বৃদ্ধি পেয়ে ৫০ শতাংশ হয়ে গিয়েছে। বুধবারই বর্ধিত শুল্কহার ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্কের কারণেই এই শুল্ক বৃদ্ধি করেছেন তিনি। ট্রাম্পের সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে নয়াদিল্লিও। ভারত জানিয়েছে, ট্রাম্পের সিদ্ধান্ত অন্যায্য, অযৌক্তিক এবং অনর্থক। জাতীয় স্বার্থ সুরক্ষিত করতে ভারত প্রয়োজনীয় পদক্ষেপ করবে বলেও স্পষ্ট করেছে নয়াদিল্লি। এ অবস্থায় ভারত-আমেরিকা সম্পর্কের দিকে নজর থাকবে আজ।
গত দু’দিনের মতো আজও রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা তথা ডিএ মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। মঙ্গলবার এই মামলায় বিস্তারিত শুনানি শুরু হয় বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চে। সে দিন রাজ্যের পক্ষে সওয়াল করেন আইনজীবী শ্যাম দিওয়ান এবং কপিল সিব্বল। বুধবার সরকারি কর্মচারীদের পক্ষে আইনজীবীরা সওয়াল শুরু করেন। তাঁদের বক্তব্য, ডিএ আইনি অধিকার। রাজ্যকে তা দিতে হবে। ওই মামলার শুনানি শেষ হয়নি। দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছে, মূল সওয়াল শেষ হওয়ার পরে আজ সব পক্ষের বক্তব্য সংক্ষিপ্ত আকারে আদালত শুনবে। আজ শীর্ষ আদালতে কী হয় সে দিকে নজর থাকবে।
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বাসভবনে আজ নৈশভোজে মিলিত হবেন বিজেপি-বিরোধী জোট ‘ইন্ডিয়া’র নেতৃত্ব। তৃণমূলের তরফে সেখানে যোগ দেবেন লোকসভার সংসদীয় দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক নৈশভোজের ‘মেনু’তে থাকে নানা রকমের রাজনৈতিক বিষয়। রাজনৈতিক মহলের ধারণা, আজও ‘ইন্ডিয়া’র নৈশভোজে আসন্ন উপরাষ্ট্রপতি নির্বাচন, সংসদের বাদল অধিবেশনে বিরোধী ঐক্য এবং সর্বোপরি এসআইআরের বিরুদ্ধে নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি নিয়ে আলাপ-আলোচনা হতে পারে। উল্লেখ্য, প্রথমে ঠিক হয়েছিল ৮ অগস্ট, শুক্রবার এসআইআরের বিরুদ্ধে কমিশন ঘেরাও করবে ‘ইন্ডিয়া’। তবে তার দিনবদল হয়েছে। আগামী ১১ অগস্ট হবে ওই কর্মসূচি।
গত এক মাস ধরে প্রায় টানা বৃষ্টি চলছে রাজ্যে। কখনও ঘূর্ণাবর্ত, কখনও নিম্নচাপের কারণে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হচ্ছে বিভিন্ন জেলায়। সেই কারণে জলমগ্ন রাজ্যের বেশ কিছু এলাকা। এর ফলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। তার সঙ্গে ডিভিসি-ও জল ছাড়ার ফলে কিছু এলাকায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুগলির আরামবাগ এবং পশ্চিম মেদিনীপুরের ঘাটাল পরিদর্শন করে অভিযোগ তুলেছেন দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি)-এর বিরুদ্ধে। রাজ্যের জলযন্ত্রণার পরিস্থিতির দিকে নজর থাকবে আজ।
মঙ্গলবার উত্তরাখণ্ডের উত্তরকাশীর ধরালী গ্রামে মেঘভাঙা বৃষ্টির কারণে নেমে এসেছিল বিধ্বংসী হড়পা বান। জলের তোড়ে বিস্তীর্ণ লোকালয় ভেসে গিয়েছে। বহু মানুষের খোঁজ এখনও মেলেনি। উদ্ধারকাজ চলছে। পাশাপাশি, হিমাচল প্রদেশেও ভারী বর্ষণ এবং মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয় নেমে এসেছে। চণ্ডীগড় জাতীয় সড়ক বন্ধ হয়ে গিয়েছে। বহু পর্যটক আটকে পড়েছেন পাহাড়ি রাস্তায়। এই পরিস্থিতির দিকে নজর থাকবে আজ।
গত কয়েক দিন ধরেই টানা বৃষ্টিতে ভিজছে দক্ষিণবঙ্গ। রোজই বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে। সঙ্গে ঝড় এবং বজ্রপাত। একের পর এক ঘূর্ণাবর্ত এবং মৌসুমি অক্ষরেখার জোড়া ফলার কারণেই চলতি বছরে বৃষ্টির অনুকূল এই পরিস্থিতি তৈরি হয়েছে। উত্তরে চলছে দুর্যোগ। দক্ষিণের ন’টি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।
ডুরান্ড কাপে আজ রয়েছে মহমেডান স্পোর্টিংয়ের খেলা। তাদের খেলতে হবে বিএসএফের সঙ্গে। দুটো দলই এ বারের মতো প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছে। দুটো দলই প্রথম দুটো ম্যাচে হেরে গিয়েছে। মহমেডান ১-২ গোলে ডায়মন্ড হারবারের কাছে এবং ১-৩ গোলে মোহনবাগানের কাছে হেরেছে। বিএসএফ-কে ডায়মন্ড হারবার হারিয়েছে ৮-১ গোলে, মোহনবাগান হারিয়েছে ৪-০ গোলে। দুই দলেরই এটা শেষ ম্যাচ। কিশোর ভারতী স্টেডিয়ামে খেলা শুরু সন্ধ্যা ৭টা থেকে।