গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
দিল্লিতে লালকেল্লার সামনে গাড়ি বিস্ফোরণকে সন্ত্রাসবাদী হামলা বলে উল্লেখ করেছে ভারত সরকার। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক থেকে তদন্তকারী সংস্থাগুলিকে কঠোর পেশাদারিত্বের সঙ্গে এই সংক্রান্ত তদন্ত করতে বলা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ইতিমধ্যে একাধিক তথ্য পাওয়া গিয়েছে। ষড়যন্ত্রের শিকড় পর্যন্ত যাওয়ার চেষ্টা করছেন গোয়েন্দারা। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের একাধিক জায়গায় বুধবার এনআইএ তল্লাশি চালিয়েছে। হরিয়ানার গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে অন্যতম প্রধান অভিযুক্ত উমর নবির দ্বিতীয় গাড়ি। বিস্ফোরণের ঘাতক গাড়িটির ভিতরেও তিনি ছিলেন। কেন্দ্র জানিয়েছে, এই সংক্রান্ত তদন্তের দিকে তারা নজর রেখেছে। দ্রুত দোষীদের শাস্তি নিশ্চিত করা হবে।
আজ বাংলাদেশে এক ঘটনাবহুল দিন। সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় কবে রায় ঘোষণা হবে, তা আজ জানাবে আদালত। একই দিনে ‘ঢাকা লকডাউন’ করার ডাক দিয়েছে হাসিনার দল আওয়ামী লীগ। গত কয়েক দিন ধরেই বাংলাদেশের বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত গোলমাল, গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। চলেছে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের ধরপাকড়ও। এরই মধ্যে আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন সে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এই সার্বিক পরিস্থিতির দিকে নজর থাকবে আজ।
কাল শুক্রবার থেকে ইডেনে শুরু হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট। শুভমন গিলের নেতৃত্বে ভারত কি বিশ্বচ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দাপট দেখাতে পারবে? ম্যাচের আগের দিন কী বলছেন শুভমন এবং প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা? দুই দলের সব খবর।
পরশু শনিবার আইপিএলের রিটেনশন তালিকা ঘোষণার শেষ দিন। ১০টি দল ওই দিনই জানাবে তারা কোন কোন ক্রিকেটারকে আগামী আইপিএলের জন্য রেখে দিচ্ছে। এ বার ক্রিকেটার ধরে রাখার কোনও সংখ্যা বেঁধে দেওয়া হয়নি। ফলে দলগুলিকে নিলামের আগে বিস্তর পরিকল্পনা করে নামতে হবে। কাদের কী পরিকল্পনা? থাকছে সব খবর।
বুধবার এক ধাক্কায় স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি নেমে কলকাতার পারদ পৌঁছেছে ১৭ ডিগ্রিতে। কোনও কোনও জেলায় তাপমাত্রা ১৩ ডিগ্রিতেও পৌঁছে গিয়েছে। ফলে হেমন্তেই শীতের আমেজ অনুভূত হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। সর্বত্র খটখটে শুষ্ক আবহাওয়া থাকবে। সঙ্গে চলবে উত্তুরে হাওয়ার দাপট।