গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
দু’দফায় ভোটদানের হার প্রায় ৬৭ শতাংশ। বিহারের লোকসভা-বিধানসভা ভোটের ইতিহাসে যা সর্বকালীন রেকর্ড। ছোটখাটো অশান্তি ঘটলেও বড় কোনও হিংসা হয়নি বাংলার পড়শি রাজ্যের ভোটে। এই পরিস্থিতিতে আজ সকাল থেকে শুরু হচ্ছে ভোটগণনা। বেলা গ়ড়াতেই স্পষ্ট হবে, নীতীশ কুমার বনাম তেজস্বী যাদবের দ্বৈরথের ফল। ২৪৩ আসনের বিহার বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১২২টি আসন। প্রায় সব ক’টি বুথফেরত সমীক্ষার ইঙ্গিত— এনডিএ-র পাঁচটি দল (জেডিইউ, বিজেপি, লোক জনশক্তি পার্টি রামবিলাস, হিন্দুস্তানি আওয়াম মোর্চা এবং রাষ্ট্রীয় লোক মোর্চা) মিলে সেই জাদুসংখ্যা ছুঁয়ে ফেলবে। আরজেডি, কংগ্রেস, বিকাশশীল ইনসান পার্টি এবং তিন বাম দলের ‘মহাগঠবন্ধন’ ১০০-র কাছাকাছি আসন পেতে পারে। প্রাক্তন ভোটকুশলী প্রশান্ত কিশোরের (পিকে) দল জনসুরাজ পার্টি আদৌ খাতা খুলতে পারবে কি না, তা নিয়েও সংশয় তৈরি করেছে বুথফেরত সমীক্ষা। আজ এই খবরে নজর থাকবে।
দীর্ঘ ছ’বছর পর আবার টেস্ট ম্যাচ হচ্ছে ইডেনে। আজ থেকে শুরু হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট। গত বারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা কঠিন প্রতিপক্ষ। তাদের বিরুদ্ধে শুভমন গিলের ভারত কি সফল হতে পারবে? চর্চা হচ্ছে ইডেনের ২২ গজ নিয়েও। কেমন হবে কলকাতার উইকেট? প্রথম দিনের খেলা শুরু সকাল ৯:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
দিল্লি বিস্ফোরণকাণ্ডে ধরপাকড় চলছে। তদন্তকারীদের হাতে এসেছে একাধিক ভিডিয়ো ফুটেজ। ঘাতক গাড়ির গতিবিধির পুনর্নির্মাণ করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার শিকড় পর্যন্ত পৌঁছোনোর চেষ্টা করছেন গোয়েন্দারা। জেরায় বার বার উঠে আসছে একটা নাম— আল-ফালাহ্ বিশ্ববিদ্যালয়। হরিয়ানার ফরিদাবাদের এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িত অনেককেই গ্রেফতার করা হয়েছে দিল্লির ঘটনায়। বৃহস্পতিবার সকালে ডিএনএ পরীক্ষার মাধ্যমে ঘাতক গাড়ির চালক উমর নবি সম্বন্ধেও নিশ্চিত হওয়া গিয়েছে। লালকেল্লার সামনের বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।
আজ বিকেলে কলকাতা পুরসভায় ‘টক টু মেয়র’ কর্মসূচি রয়েছে। প্রতি শুক্রবার এই কর্মসূচির মাধ্যমে শহরবাসীর বিভিন্ন সমস্যার কথা শোনেন মেয়র ফিরহাদ হাকিম। কলকাতার সাধারণ মানুষেরা সরাসরি নিজেদের অভিযোগ এবং সমস্যা জানাতে পারেন মেয়রকে। এই কর্মসূচির পরে পুরসভায় একটি সাংবাদিক বৈঠক করবেন ফিরহাদ। সেখানে কী কী বিষয় উঠে আসে, সে দিকে নজর থাকবে আজ।
কাল আইপিএলের রিটেনশন। কোন দল কাদের ধরে রাখছে, তা জানা যাবে। এর উপর নির্ভর করছে নিলামে কোন দল কাদের জন্য ঝাঁপাবে। রিটেনশন তালিকা ঘোষণার আগে থাকছে নানা খবর।
দক্ষিণবঙ্গে আগামী তিন দিন রাতের তাপমাত্রার কোনও হেরফের হবে না। গাঙ্গেয়বঙ্গের বেশ কিছু জায়গায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম থাকবে। ফলে রাতের দিকে ওই সব এলাকায় বেশ ঠান্ডা অনুভূত হবে। তার পরের দু’দিন দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। উত্তরবঙ্গেও আগামী তিন দিন রাতের তাপমাত্রার কোনও হেরফের হবে না। কিছু জায়গায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম থাকবে। তার পরের দু’দিন উত্তরবঙ্গের কিছু এলাকায় রাতের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।
আজ আবার মাঠে নামবে বৈভব সূর্যবংশী। এশিয়া কাপ রাইজিং স্টার্স প্রতিযোগিতায় ১৪ বছরের বৈভব ছাড়াও ভারতের হয়ে খেলছেন জীতেশ শর্মা, অভিষেক পোড়েলরা। প্রথম ম্যাচে ভারতের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহি। খেলা বিকেল ৫টা থেকে। খেলা দেখা যাবে সোনি লিভ অ্যাপে।