News Of The Day

লাদাখের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শাহের মন্ত্রকের। রোহিত-কোহলিদের প্রস্তুতি। আবহাওয়া। আর কী নজরে

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সাব-কমিটির সঙ্গে লেহ অ্যাপেক্স বডি (এলএবি) এবং কার্গিল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (কেডিএ)-এর একটি বৈঠক রয়েছে। আজকের বৈঠকে কী কী বিষয় উঠে আসে, সে দিকে নজর থাকবে আজ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৫ ০৭:৫৯
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

জলবায়ুকর্মী সোনম ওয়াংচুকের গ্রেফতারির পর থেকে লাদাখের মানুষদের দাবিদাওয়া আবার সংবাদ শিরোনামে উঠে এসেছে। আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সাব-কমিটির সঙ্গে লেহ অ্যাপেক্স বডি (এলএবি) এবং কার্গিল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (কেডিএ)-এর একটি বৈঠক রয়েছে। সেখানে আরও এক বার লাদাখকে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি জানাবেন কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিরা। সম্প্রতি জম্মু ও কাশ্মীর প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আশ্বাস দিয়েছেন, লাদাখের জনগণের দাবিদাওয়াগুলিরও সমাধানসূত্র খোঁজা হবে। এ অবস্থায় আজকের বৈঠকে কী কী বিষয় উঠে আসে, সে দিকে নজর থাকবে আজ।

বৃহস্পতিবার অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচ খেলতে নামছে ভারত। পার্‌থে প্রথম ম্যাচ হেরেছেন শুভমন গিলেরা। ব্যাট হাতে ব্যর্থ রোহিত শর্মা ও বিরাট কোহলি। অ্যাডিলেডে হারলে সিরিজ় হারবে ভারত। তার আগে দলের প্রস্তুতি কেমন? থাকছে সেই সব খবর।

Advertisement

মহিলাদের এক দিনের বিশ্বকাপে হারের হ্যাটট্রিক হয়েছে ভারতের। দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কাছে হেরেছেন হরমনপ্রীত কৌরেরা। বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে হলে নিউ জ়িল্যান্ডকে হারাতেই হবে। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে কতটা তৈরি ভারতীয় দল? রয়েছে সেই সব খবর।

দুই দলই মহিলাদের এক দিনের বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গিয়েছে। তাদের লড়াই শীর্ষে শেষ করার। আপাতত অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড দু’দলেরই পয়েন্ট ৫ ম্যাচে ৯। নেট রানরেটে এগিয়ে অস্ট্রেলিয়া। আজ যে দল জিতবে তারা শীর্ষে থাকার দৌড়ে এগিয়ে যাবে। দুপুর ৩টে থেকে শুরু খেলা। সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

প্রথম টেস্টে হারায় চাপে টেস্ট বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলছে তারা। আজ তার তৃতীয় দিন। প্রথম ইনিংসে ৩৩৩ রান করেছে পাকিস্তান। আজ কি লিড নিতে পারবে দক্ষিণ আফ্রিকা? না কি পাকিস্তানের স্পিন আক্রমণের সামনে আবার খেই হারাবে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং? খেলা শুরু সকাল ১০:৩০ থেকে।

বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে সুষ্পষ্ট নিম্নচাপ অঞ্চল। ক্রমে শক্তি বৃদ্ধি করে তা নিম্নচাপে পরিণত হবে। সেই নিম্নচাপের অভিমুখ তামিলনাড়ু, পুদুচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূল এলাকা। সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে জেলার সব জায়গায় বৃষ্টি হবে না। উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী পাঁচ দিন উত্তর বা দক্ষিণবঙ্গে তাপমাত্রা হেরফের হওয়ার কোনও সম্ভাবনা নেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement