News Of The Day

কাশ্মীরে জঙ্গিহানা পরবর্তী পরিস্থিতি, কোন পথে এগোতে চায় কেন্দ্র। জয়ের লক্ষ্যে বিরাটের বেঙ্গালুরু।

পাকিস্তানিদের জন্য বাতিল করে দেওয়া হচ্ছে ‘সার্ক’ ভিসা। পাকিস্তানি দূতাবাসে থাকা প্রতিরক্ষা আধিকারিকদের ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে নয়াদিল্লি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৫ ০৭:৫৮
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পহেলগাঁওয়ে জঙ্গিহানা পরবর্তী পরিস্থিতি, কোন পথে এগোতে চায় কেন্দ্র

Advertisement

কাশ্মীরে জঙ্গিদের হত্যালীলার পর কড়া পদক্ষেপ করেছে ভারত সরকার। পাকিস্তানের সঙ্গে ১৯৬০ সালের সিন্ধু জলচুক্তি স্থগিত করে দেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হচ্ছে ওয়াঘা-আটারি সীমান্ত। পাকিস্তানিদের জন্য বাতিল করে দেওয়া হচ্ছে ‘সার্ক’ ভিসা। পাকিস্তানি দূতাবাসে থাকা প্রতিরক্ষা আধিকারিকদের ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে নয়াদিল্লি। এক সপ্তাহের মধ্যে তাঁদের ভারত ছাড়তে বলা হয়েছে। একই সঙ্গে কাশ্মীর জুড়ে হামলাকারী জঙ্গিদের খোঁজ শুরু হয়েছে। এখনও পর্যন্ত কোনও জঙ্গি ধরা পড়েনি। তাঁদের সন্ধান পেতে উপত্যকা জুড়ে জিজ্ঞাসাবাদের জন্য শুরু হয়েছে ধরপাকড়ও। জঙ্গিদের সন্ধান পেতে ২০ লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছে। এই অবস্থায় কাশ্মীরের পরিস্থিতির দিকে নজর থাকবে আজ। ভারতীয় পদক্ষেপের পর পাকিস্তান কোনও পাল্টা পদক্ষেপ করে কি না, সে দিকেও নজর থাকবে।

পহেলগাঁও হত্যাকাণ্ডের পরে সর্বদল বৈঠক জম্মু ও কাশ্মীরে

Advertisement

পহেলগাও হত্যাকাণ্ডের পর আজ জম্মু ও কাশ্মীরে সর্বদল বৈঠক ডেকেছেন সেখানকার মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। বুধবার জম্মু ও কাশ্মীরের মন্ত্রিসভার সদস্যদের নিয়ে একটি জরুরি বৈঠকে বসেছিলেন তিনি। ওই বৈঠকেই সর্বদল বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়। শ্রীনগরে দুপুর ৩টের সময় ওই বৈঠক শুরু হবে। বস্তুত, পহেলগাঁওয়ের হত্যাকাণ্ডের প্রতিবাদে কাশ্মীরের সাধারণ শান্তিপ্রিয় মানুষকে পথে নামতে দেখা গিয়েছে। মঙ্গলবার রাত থেকে পহেলগাঁওয়ের রাস্তায় প্রতিবাদে নেমেছেন বহু স্থানীয় মানুষ। মোমবাতি নিয়ে মিছিল করছেন তাঁরা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে, নিরীহদের হত্যার বিরুদ্ধে সেই মিছিল থেকে উঠছে স্লোগান। কাশ্মীরিরা বলছেন, ‘হিন্দুস্তান জিন্দাবাদ’, ‘আমরা ভারতীয়’। এই অবস্থায় জম্মু ও কাশ্মীরে সর্বদল বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়, সে দিকে নজর থাকবে আজ।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

তালিকা বিতর্কের মধ্যে কোন পথে চাকরিহারাদের আন্দোলন

‘অযোগ্য হিসাবে চিহ্নিত’ বা ‘দাগি’ নন, এমন শিক্ষকদের তালিকা থেকে আরও ১৮০৩ জনকে বাদ দিয়ে নতুন তালিকা তৈরি করেছে রাজ্য সরকার। সেখানে ১৫ হাজার ৪০৩ জনের নাম আছে। এই তালিকা জেলায় জেলায় ডিআই দফতরে পাঠিয়ে দেওয়া হয়েছে। চাকরিহারাদের আন্দোলনের অন্যতম মুখ চিন্ময় মণ্ডল-সহ অনেকের নাম এই তালিকায় নেই বলে অভিযোগ। চাকরিহারাদের একাংশের দাবি, তালিকায় প্রযুক্তিগত কোনও ত্রুটি রয়েছে। যাঁদের নাম বাদ গিয়েছে, এসএসসির দ্বারস্থ হবেন তাঁরা। তালিকা নিয়ে এই বিতর্কের আবহে চাকরিহারাদের আন্দোলন কোন পথে এগোয়, সে দিকে নজর থাকবে।

ঘরের মাঠে প্রথম জয়ের লক্ষ্যে বিরাটের বেঙ্গালুরু, বিপক্ষে রাজস্থান

আইপিএলে আজ বিরাট কোহলিদের ম্যাচ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু খেলবে রাজস্থান রয়্যালসের সঙ্গে। বেঙ্গালুরুতে ঘরের মাঠে খেলবেন কোহলিরা। আটটি ম্যাচ খেলে পাঁচটিতে জিতলেও আরসিবি নিজেদের মাঠে এ বার এখনও জয়ের মুখ দেখেনি। তিনটি ম্যাচেই হেরেছে। আজ কি চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রথম জিতবে বেঙ্গালুরু? প্রথম পর্বের ম্যাচে রাজস্থানকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছিল তারা। আজ খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

টানা তাপপ্রবাহ! হাঁসফাঁস দশা দক্ষিণবঙ্গে, বৃষ্টি আবার কবে

ঝড়বৃষ্টির সাময়িক স্বস্তির পর পারদ চড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। এক ধাক্কায় পাঁচ থেকে ছ’ডিগ্রি তাপমাত্রা বেড়েছে। গরমে হাঁসফাঁস দশা খাস কলকাতাতেও। এখনই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বরং গরম আরও বাড়তে পারে। শনিবার পর্যন্ত টানা তাপপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। রবিবার কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে সামান্য বৃষ্টি হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement