গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
দু’দিনের সফরে সোমবার গুজরাতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফরকালে অহমদাবাদে বেশ কিছু সরকারি প্রকল্পের শিলান্যাস করার কথা রয়েছে তাঁর। পাশাপাশি সন্ধ্যায় অহমদাবাদে এক কর্মসূচিতে বক্তৃতা করারও কথা রয়েছে মোদীর। সাম্প্রতিক কূটনৈতিক পরিস্থিতির আবহে দেশীয় পণ্য এবং আন্তর্জাতিক বাণিজ্যে ভারতের অবস্থান নিয়ে মোদী কোনও বার্তা দেন কি না, সে দিকে নজর থাকবে আজ।
বাংলাদেশ সফরে গিয়েছিলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইশাক দার। তাঁর এই সফরে দুই দেশের মধ্যে মোট পাঁচটি বিষয়ে চুক্তি বা সমঝোতাপত্র (মউ) স্বাক্ষরিত হয়েছে। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল, দুই দেশের সরকারি এবং কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা বিলোপের চুক্তি। তা ছাড়াও পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক বিষয়ে যৌথ কমিটি গঠন, সংস্কৃতি বিনিময় কর্মসূচি নিয়েও চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মনে করা হচ্ছে, কূটনৈতিক স্তরে তো বটেই, সাংস্কৃতিক ক্ষেত্রে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি করতে চলেছে ঢাকা এবং পাকিস্তান। দুই দেশের সম্পর্ক কোন খাতে বয়, পাক বিদেশমন্ত্রীর সফরের শেষে ঢাকা এবং ইসলামাবাদ কী বলে, সে দিকে আজ নজর থাকবে।
আজ থেকে শুরু হচ্ছে ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপ। প্রথম দিনই খেলতে নামছেন লক্ষ্য সেন। তাঁর প্রতিপক্ষ চিনের শি ইউকি। ভারতীয় সময় বিকেল ৫.৩০টা থেকে শুরু হতে পারে খেলা। এ ছাড়া মহিলাদের ডবলসে খেলবেন রুতুপর্ণা পণ্ডা এবং শ্বেতাপর্ণা পণ্ডার জুটি ও প্রিয়া কোনজেংবাম এবং শ্রুতি মিশ্রের জুটি। খেলা দেখা যাবে বিডব্লিউএফের ইউটিউব চ্যানেলে।
ইউএস ওপেন শুরু হয়ে গিয়েছে গত কাল থেকে। আজ প্রথম রাউন্ডে খেলতে নামছেন কার্লোস আলকারাজ়। তাঁর প্রতিপক্ষ আমেরিকার রিলি ওপেলকা। পঞ্চম বাছাই জ্যাক ড্রেপার খেলবেন ফেদেরিকো গোমেজ়ের বিরুদ্ধে। মেয়েদের বিভাগে ষষ্ঠ বাছাই ম্যাডিসন কিজ় খেলবেন রেনাতা জ়ারাজ়ুয়ার বিরুদ্ধে। ওয়াইল্ড কার্ড পেয়ে নামছেন ভিনাস উইলিয়ামসও। প্রথম রাউন্ডে তাঁর প্রতিপক্ষ ক্যারোলিনা মুচোভা। খেলা শুরু ভারতীয় সময় রাত ৮.৩০টা থেকে। দেখা যাবে স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে।
ঝাড়খণ্ড এবং সংলগ্ন অঞ্চলের উপরে যে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছিল, তা উত্তর-পূর্ব মধ্যপ্রদেশে সরে গিয়েছে। শক্তিও হারিয়েছে। কিন্তু আলিপুর আবহাওয়া দফতর বলছে, সাগরের উপরে নতুন করে তৈরি হতে পারে আরও একটি নিম্নচাপ অঞ্চল। আজ দক্ষিণের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। ওই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। ওই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এর মধ্যে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে হতে পারে ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টি।