গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
আজ থেকে ভারতের উপর অতিরিক্ত শুল্ক কার্যকর করছে আমেরিকা। মার্কিন শুল্ক এবং সীমান্ত সুরক্ষা বিভাগ মারফত ইতিমধ্যে একটি নির্দেশিকা তৈরি করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের হোমল্যান্ড সিকিউরিটি দফতর। নির্দেশিকা অনুসারে, ২৭ অগস্ট আমেরিকার পূর্বাঞ্চলীয় সময়ে (ইস্টার্ন টাইম জ়োন) রাত ১২টা ১মিনিট থেকে শুল্ক কার্যকর হবে। অর্থাৎ, ভারতীয় সময় অনুসারে, আজ সকাল ৯টা ৩১ মিনিট থেকে এই অতিরিক্ত শুল্ক কার্যকর করছে মার্কিন প্রশাসন। এই আবহে মঙ্গলবারই নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর দফতরে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসে কেন্দ্রীয় সরকার। দেশীয় রফতানিকারকদের উপর শুল্কের কী প্রভাব পড়তে পারে, তা পর্যালোচনা হয়েছে ওই বৈঠকে। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে আজ।
ইউএস ওপেনে আজ দ্বিতীয় রাউন্ডের খেলা। পুরুষদের সিঙ্গলসে পরীক্ষা দ্বিতীয় বাছাই কার্লোস আলকারাজ় ও সপ্তম বাছাই নোভাক জোকোভিচের। ২০২২-এর চ্যাম্পিয়ন আলকারাজ়ের সামনে মাত্তিয়া বেলুচ্চি। চার বারের চ্যাম্পিয়ন জোকোভিচকে খেলতে হবে জাখারি সাজদার বিরুদ্ধে। মহিলাদের সিঙ্গলসে শীর্ষ বাছাই আরিনা সাবালেঙ্কা খেলবেন পলিনা কুদেরমেতোভার বিরুদ্ধে। খেলা শুরু রাত ৮:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
বিশ্ব ব্যাডমিন্টনে আজ অভিযান শুরু করছেন সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি। পুরুষদের ডবলসে এই জুটিরই ভারতের হয়ে পদক জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি। প্রথম রাউন্ডে বাই পাওয়া এই জুটি সরাসরি দ্বিতীয় রাউন্ড থেকে প্রতিযোগিতা শুরু করবেন। খেলা শুরু দুপুর ১২:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস সিলেক্ট ২ চ্যানেলে।
আগামী সোমবার পর্যন্ত রাজ্যের সব জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলায় সতর্কতা জারি করা না হলেও চলবে ঝড়বৃষ্টি। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতা ফুটবল লিগে আজ মোহনবাগানের খেলা। সবুজ-মেরুনের বিপক্ষে ক্যালকাটা কাস্টমস। আট ম্যাচে মোহনবাগানের পয়েন্ট ১৪। এই ম্যাচ জিতলে ১৭ পয়েন্টে পৌঁছে তিন নম্বরে উঠে আসবে তারা। কাস্টমসের ন’ম্যাচে ১৬ পয়েন্ট। তারা জিতলে পয়েন্টের বিচারে শীর্ষে চলে আসবে। নৈহাটিতে খেলা শুরু বিকেল ৩টে থেকে।
কলকাতা তথা পশ্চিমবঙ্গ জুড়ে শারদোৎসবের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে কয়েক সপ্তাহ আগেই। এ বার সেই প্রস্তুতিতে শামিল হচ্ছে রাজ্য সরকারের দফতরগুলিও। আজ জোড়া সাংবাদিক বৈঠকের কর্মসূচি রয়েছে রাজ্যের দুই মন্ত্রীর। রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ধর্মতলার ময়দান টেন্টে সাংবাদিক বৈঠক করে পুজোয় দফতরের বিভিন্ন উদ্যোগ নিয়ে কথা বলবেন। পরিবহণ দফতর সূত্রে খবর, ‘স্পেশ্যাল প্যাকেজ ফর পূজা পরিক্রমা ২০২৫’ সংক্রান্ত পরিকল্পনার কথা তুলে ধরবেন তিনি। অন্য দিকে, সল্টলেকের করুণাময়ীতে বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস সাংবাদিক বৈঠকে করে তাঁর দফতরের আগাম প্রস্তুতি এবং পুজোর সময়ের কন্ট্রোল রুম প্রসঙ্গে জানাবেন।
ভারী বৃষ্টির জেরে মঙ্গলবার জম্মু-কাশ্মীরে বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার রাস্তায় ধস নেমেছে। আচমকা পাহাড়ের ঢাল বেয়ে বড় বড় পাথর, বোল্ডার নেমে আসায় পুণ্যার্থীদের মধ্যে আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়। ধসের নীচে চাপা পড়ে যান পুণ্যার্থীদের অনেকে। ঘটনায় বেশ কয়েক জনের মৃত্যুও হয়েছে। বৈষ্ণোদেবী যাত্রাপথে ধস পরবর্তী পরিস্থিতির দিকে নজর থাকবে আজ।