News Of The Day

পহেলগাঁও: ভারত-পাক টানাপড়েন, দিঘায় মুখ্যমন্ত্রী মমতা, হাই কোর্টে ৩২ হাজার চাকরি বাতিল মামলা, আর কী

পাকিস্তানের মন্ত্রী হুঁশিয়ারির সুরে জানিয়েছেন, ১৩০টি পরমাণু অস্ত্র ভারতের দিকে তাক করা রয়েছে। ভারত এই মন্তব্যের পাল্টা কিছু না-বললেও কাশ্মীরে জঙ্গিদমন অভিযান আরও কঠোর করেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ০৭:৫৫
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পহেলগাঁও ঘিরে ভারত-পাক দ্বন্দ্ব অব্যাহত, কী পদক্ষেপ করবে নয়াদিল্লি?

Advertisement

পহেলগাঁওয়ে জঙ্গিদের হত্যালীলার পর থেকে ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। দু’দেশই একে অন্যের বিরুদ্ধে কূটনৈতিক পদক্ষেপ করার পাশাপাশি মৌখিক আক্রমণ শুরু করেছে। পাকিস্তানের মন্ত্রী হুঁশিয়ারির সুরে জানিয়েছেন, ১৩০টি পরমাণু অস্ত্র ভারতের দিকে তাক করা রয়েছে। ভারত এই মন্তব্যের পাল্টা কিছু না-বললেও কাশ্মীরে জঙ্গিদমন অভিযান আরও কঠোর করেছে। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুঁশিয়ারির সুরে জানিয়েছেন, জঙ্গি হামলার কঠোর জবাব দেবে ভারত। এই পরিস্থিতিতে পহেলগাঁও হত্যাকাণ্ড পরবর্তী পরিস্থিতি কোন দিকে এগোয়, ভারত পাকিস্তানের বিরুদ্ধে কঠোর কোনও পদক্ষেপ করে কি না, এই সমস্ত দিকে আজ নজর থাকবে।

দিঘা যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা, বুধে জগন্নাথ মন্দিরের উদ্বোধন

Advertisement

সব ঠিকঠাক থাকলে আজ দুপুরে দিঘা পৌঁছোবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বুধবার অক্ষয় তৃতীয়ার দিনে জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে। সেই উপলক্ষে মুখ্যমন্ত্রী-সহ রাজ্য প্রশাসনের বড় কর্তারা সোমবার থেকেই দিঘা পৌঁছাতে শুরু করবেন। কারণ বুধবার উদ্বোধনের আগে মঙ্গলবার মন্দিরে যজ্ঞানুষ্ঠান আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানেও যোগ দিতে পারেন মমতা। তাই দিঘা জুড়ে সোমবার থেকেই সাজ সাজ রব।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

হাই কোর্টে প্রাথমিকের ৩২ হাজার চাকরি বাতিল মামলা

অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে স্কুল সার্ভিস কমিশনের ২৬ হাজার চাকরি বাতিলের রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। তা নিয়ে আলোড়ন অব্যাহত রয়েছে। সেই আবহে আজ প্রাথমিকের ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে কলকাতা হাই কোর্টে। প্রায় দু’বছর পরে হাই কোর্টের ডিভিশন বেঞ্চ ওই মামলাটি শুনবে। তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চে ওই মামলার শুনানি রয়েছে। সকাল সাড়ে ১০টা নাগাদ ওই মামলার শুনানি শুরু হবে। আজ আদালত কী জানায় সে দিকে নজর থাকবে।

এসএসসির ‘আদালত অবমাননা’র শুনানি হাই কোর্টে

স্কুল সার্ভিস কমিশনের ২৬ হাজার চাকরি বাতিল নিয়ে কোর্টের নির্দেশ কার্যকর করা হয়নি। এই অভিযোগ তুলে আদালত অবমাননার মামলা দায়ের হয় কলকাতা হাই কোর্টে। গত সপ্তাহে ওই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে রাজ্য এবং এসএসসি। তাদের বক্তব্য, আদালত অবমাননার মামলার শুনানি করতে পারে সুপ্রিম কোর্ট। কারণ, ২৬ হাজার চাকরি বাতিল নিয়ে কলকাতা হাই কোর্ট যে রায় দিয়েছিল তার অনেক অংশ পরিবর্তন করেছে সুপ্রিম কোর্ট। ফলে অবমাননার মামলা শুনানি সেখানেই হওয়া উচিত। এই অবস্থায় মামলাকারীদের জবাব চেয়েছে আদালত। আজ ওই মামলাটির শুনানি রয়েছে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চে। আদালত কী জানায় সে দিকে নজর থাকবে।

আইপিএলে রাজস্থানের সামনে গুজরাত

আইপিএলে ন’টির মধ্যে সাতটি ম্যাচে হেরে প্লে-অফের রাস্তা প্রায় বন্ধ হয়ে গিয়েছে রাজস্থানের সামনে। এই অবস্থায় ঘরের মাঠে তারা সোমবার খেলতে নামছে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা গুজরাতের বিরুদ্ধে। রাজস্থানের কাছে এখন বাকি সব ম্যাচই সম্মানরক্ষার। সেখানে গুজরাত এই ম্যাচে জিতলে প্লে-অফ প্রায় নিশ্চিত করে ফেলতে পারবে। রিয়ান পরাগেরা কি পারবেন শুভমন গিলের দলকে আটকাতে? সন্ধ্যা ৭.৩০টা থেকে শুরু ম্যাচ। দেখা যাবে স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেল এবং জিয়োহটস্টার অ্যাপে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement