News Of The Day

চার দিনের সফরে জাপান হয়ে চিনে মোদী। ইউএস ওপেনে আলকারাজ়দের ম্যাচ। বিধানসভা ঘেরাও। আর কী কী

কয়েক হাজার বুথ বৃদ্ধি পাচ্ছে রাজ্যে। সেই সব বুথের বিন্যাস নিয়ে আজ সর্বদল বৈঠক ডেকেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২৫ ০৭:৪০
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

আজ থেকে শুরু হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চার দিনের বিদেশ সফর। প্রথমে দু’দিনের সফরে জাপান যাবেন তিনি। তার পরে যাবেন চিনে। আমেরিকার সঙ্গে কূটনৈতিক টানাপড়েনের মাঝে দুই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ। মোদীর জাপান-যাত্রার ঠিক আগেই ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, নিরাপত্তা উন্নয়ন ও সমৃদ্ধি আনতে চতুর্দেশীয় অক্ষ ‘কোয়াড’কে আরও বেশি করে কাজে লাগানোর প্রস্তাব দিয়েছে নয়াদিল্লি। ঘটনাচক্রে, এই চতুর্দেশীয় জোটে ভারত, জাপান, অস্ট্রেলিয়ার পাশাপাশি রয়েছে আমেরিকাও। আবার উদ্ভূত কূটনৈতিক পরিস্থিতিতে ভারতকে কাছে টানার চেষ্টা করছে চিনও। মূলত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী চিনে গেলেও, ওই সফরে চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসার কথা রয়েছে তাঁর। আবার এসসিওর অন্যতম সদস্য রাষ্ট্র পাকিস্তানও। পাক প্রধানমন্ত্রী শাহবাগ শরিফেরও ওই সম্মেলনে থাকার কথা রয়েছে।

কয়েক হাজার বুথ বৃদ্ধি পাচ্ছে রাজ্যে। সেই সব বুথের বিন্যাস নিয়ে আজ সর্বদল বৈঠক ডেকেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করবেন সিইও মনোজ আগরওয়াল। ওই বৈঠকে শাসকদল তৃণমূলের পাশপাশি বিজেপি, বাম ও কংগ্রেস-সহ গুরুত্বপূর্ণ বিরোধী রাজনৈতিক দলগুলিকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিকেল সাড়ে ৩টে নাগাদ সিইও দফতরে ওই বৈঠক হবে। প্রসঙ্গত, রাজ্যে এখন ৮০ হাজারের কিছু বেশি বুথ রয়েছে। আরও ১৩ হাজার বুথ বৃদ্ধি হচ্ছে রাজ্যে। সেই সব বুথের বিন্যাস নিয়েই আজকের এই বৈঠক। সেখানে কী উঠে আসে সে দিকে নজর থাকবে।

Advertisement

ইউএস ওপেনে আজ তৃতীয় রাউন্ডের খেলা। পুরুষদের সিঙ্গলসে খেলবেন দ্বিতীয় বাছাই কার্লোস আলকারাজ়। তাঁর সামনে ৩২ নম্বর বাছাই লুসিয়ানো দারদেরি। সপ্তম বাছাই নোভাক জোকোভিচও খেলবেন আজ। বিপক্ষে অবাছাই ক্যামেরন নরি। মহিলাদের সিঙ্গলসে শীর্ষ বাছাই আরিনা সাবালেঙ্কার সামনে ৩১ নম্বর লিলা ফার্নান্ডে়জ। খেলা শুরু রাত ৮:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

আজ ‘বিধানসভা ঘেরাও’ কর্মসূচিতে পথে নামছে ‘পশ্চিমবঙ্গ ওবিসি অধিকার রক্ষা মঞ্চ’। বেআইনি ভাবে ওবিসি সংরক্ষণের সুযোগ সংখ্যালঘুদের পাইয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে বিধানসভা ঘেরাওয়ের ডাক দিয়েছে সংগঠনটি। এই সংগঠনের ব্যানারে আন্দোলনের ডাক দেওয়া হলেও নেপথ্যে রয়েছেন বিজেপি নেতারা। পুরুলিয়ার বিজেপি সাংসদ তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় মাহাতো গতকাল সাংবাদিক বৈঠক করে এই কর্মসূচির কথা ঘোষণা করেন। বেলা ১২টায় কলেজ স্কোয়্যারে জমায়েতের ডাক দিয়েছেন জ্যোতির্ময়রা। সেখান থেকে মিছিল করে বিধানসভার দিকে এগনোর কথা আন্দোলনকারীদের। যদিও এই কর্মসূচির জন্য পুলিশি অনুমতি পাননি আয়োজকরা।

শুরু হয়ে গিয়েছে দলীপ ট্রফির দু’টি কোয়ার্টার ফাইনাল ম্যাচ। আজ দ্বিতীয় দিনের খেলা। পূর্বাঞ্চলের মুখোমুখি উত্তরাঞ্চল। এই ম্যাচে খেলছেন মহম্মদ শামি। অন্য ম্যাচে লড়াই মধ্যাঞ্চল ও উত্তরপূর্বাঞ্চলের। প্রথম দিনই শতরান করেছেন রজত পাটীদার। আজ খেলা শুরু সকাল ৯:৩০ থেকে। খেলা দেখা যাবে জিয়োহটস্টার অ্যাপে।

আজ কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সে জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। উত্তরবঙ্গেও রয়েছে দুর্যোগের পূর্বাভাস। আজ আট জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে হতে পারে ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টি।

কলকাতা প্রিমিয়ার লিগে আজ নামছে ইস্টবেঙ্গল। বিপক্ষে কালীঘাট মিলন সংঘ। আজ জিতলে ইস্টবেঙ্গল আবার শীর্ষে চলে যাবে। ১১ ম্যাচে ২৩ পয়েন্ট হবে লাল-হলুদের। কালীঘাট রয়েছে নবম স্থানে। তাদের ন’ম্যাচে ৯ পয়েন্ট। নৈহাটিতে খেলা শুরু বিকেল ৩টে থেকে।

কাফা নেশনস কাপ ফুটবল প্রতিযোগিতা শুরু হচ্ছে আজ থেকে। শুরুতেই নামছে ভারত। নতুন কোচ খালিদ জামিলের প্রশিক্ষণে এটিই ভারতের প্রথম ম্যাচ। তিনি কোচ হওয়ার পর দলে জায়গা হয়নি অবসর ভেঙে ফিরে আসা সুনীল ছেত্রীর। সন্দেশ জিঙ্ঘনদের বিপক্ষে প্রথম ম্যাচে আয়োজক দেশ তাজিকিস্তান। খেলা রাত ৯টা থেকে।

আজ থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ হকি। রাজগীরে প্রথম দিনই নামছে ভারত। হরমনপ্রীত সিংহের দলের সামনে প্রথম ম্যাচে চিন। খেলা শুরু বিকেল ৩টেয়। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement