গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
বুধবার মুম্বই থেকে বারামতী যাওয়ার পথে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় মহারাষ্ট্রের উপপ্রধানমন্ত্রী অজিত পওয়ারের। বারামতী বিমানবন্দরে অবতরণের সময়ে ভেঙে পড়ে বিমানটি। দুর্ঘটনায় অজিত-সহ পাঁচ জনেরই মৃত্যু হয়েছে। আজ এনসিপি নেতার শেষকৃত্য সম্পন্ন হবে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহেরও থাকার কথা। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, দৃশ্যমানতা কম থাকার কারণেই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে থাকতে পারে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। এই সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।
ছোট ফর্ম্যাটের ক্রিকেটে থামল ভারতের বিজয়রথ। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ়ের প্রথম তিনটি ম্যাচ জেতার পর চতুর্থ ম্যাচে হারল ভারত। শনিবার সিরিজ়ের শেষ ম্যাচ। বিশ্বকাপের আগে এটিই ভারতের প্রস্তুতির শেষ সুযোগ। থাকছে সব খবর।
সংসদে বাজেট অধিবেশনের দ্বিতীয় দিন, আজ সকাল ১১টায় আর্থিক সমীক্ষা রিপোর্ট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন (জিডিপি) কত? আর্থিক বৃদ্ধির গতিই বা কেমন? বিদেশি মুদ্রা ভান্ডার থেকে মুদ্রাস্ফীতির হার— দেশের অর্থনীতির মৌলিক ভিত্তিগুলির কী হাল তা জানা যাবে। অন্য দিকে, ভিবি-জি রাম জি আইন, এসআইআরের মতো ইস্যুতে বিরোধীদের বিক্ষোভও জারি থাকবে বলে মনে করা হচ্ছে। নজর থাকবে এই সংক্রান্ত খবরে।
আনন্দপুরের নাজিরাবাদে দগ্ধ গুদামে এখনও কাজ করছে কলকাতা পুরসভা এবং দমকল। আগুন পুরোপুরি নিবে গিয়েছে। তবে সব জায়গায় পৌঁছোনো যায়নি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। ফরেন্সিক নমুনা সংগ্রহ করতে ফের একটি প্রতিনিধি দল সেখানে আসতে পারে। এখনও পর্যন্ত আনন্দপুরে ১১ জনের মৃত্যুর কথা জানা গিয়েছে। উদ্ধার হয়েছে বেশ কিছু দেহাংশ।
মেয়েদের আইপিএলে আজ লিগ পর্বের শেষ ম্যাচ খেলতে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিপক্ষে ইউপি ওয়ারিয়র্স। প্রথম পাঁচটি জেতার পর শেষ দু’টি ম্যাচে হারতে হয়েছে বেঙ্গালুরুকে। স্মৃতি মন্ধানারা দল কি জয়ে ফিরতে পারবে? ইউপি পয়েন্ট তালিকায় সকলের নীচে রয়েছে। তবু তাদের সামনে সুযোগ রয়েছে পরের রাউন্ডে যাওয়ার। তারা কি পারবে? খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
১৪ বছর পর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের আকাশপথে সরাসরি যোগাযোগ স্থাপিত হতে চলেছে। বুধবার রাতে বাংলাদেশের বিমান সংস্থা ঢাকা থেকে করাচি রুটে প্রথম বিমানটি চালাবে। ইতিমধ্যে তার সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। আগামী ৩০ মার্চ পর্যন্ত পরীক্ষামূলক ভাবে সপ্তাহে দু’দিন ঢাকা-করাচি বিমান চলবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থা। এর ফলে ভারতের পূর্ব ও পশ্চিমের দুই প্রতিবেশী দেশের মধ্যে যোগাযোগ ও ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে।
শীতের ঝাঁজ অনেকটাই কমেছে। বুধবারও কলকাতার তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। দক্ষিণবঙ্গের অন্য কোথাও আপাতত সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামছে না। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সাত দিন তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।
অস্ট্রেলিয়ান ওপেনে আজ মেয়েদের দু’টি সেমিফাইনাল। প্রথম সেমিফাইনালে মুখোমুখি শীর্ষ বাছাই অ্যারিনা সাবালেঙ্কা ও দ্বাদশ বাছাই এলিনা শিতোলিনা। খেলা শুরু দুপুর ২টো থেকে। এই ম্যাচ শেষ হলে লড়াই পঞ্চম বাছাই এলিনা রিবাকিনা ও ষষ্ঠ বাছাই জেসিকা পেগুলার। খেলা সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।
রঞ্জি ট্রফিতে আজ গ্রুপ পর্বে শেষ রাউন্ডের ম্যাচ। রয়েছে মোট ১৬টি খেলা। বাংলার বিপক্ষে হরিয়ানা। এটি লক্ষ্মীরতন শুক্লার দলের অ্যাওয়ে ম্যাচ। রোহতকের লাহলিতে খেলা। ছ’টি ম্যাচের চারটিতে জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে বাংলা। একটিও ম্যাচ হারেনি অভিমন্যু ঈশ্বরণের দল। খেলা শুরু সকাল ৯:৩০ থেকে। কিছু ম্যাচ দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
নতুন বছরের প্রথম মাসিক অধিবেশন আজ বসছে কলকাতা পুরসভায়। আজ দুপুর দেড়টা নাগাদ কলকাতা পুরসভার কাউন্সিল চেম্বারে এই অধিবেশন বসবে। মেয়র ফিরহাদ হাকিম-সহ মেয়র পারিষদেরা শহরের পরিষেবা সংক্রান্ত বিষয়ে কাউন্সিলরদের প্রশ্ন ও প্রস্তাবের জবাব দেবেন।